স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩০ সেপ্টেম্বর।।আয়োজকরা বৃহস্পতিবার জানিয়েছে, ৬ বা এর বেশি বয়সী সকল দর্শককে কাতারের উদ্দেশে রওনা হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে করানো পিসিআর টেস্ট বা দেশটিতে পৌঁছানোর ২৪ ঘন্টা আগে করানো র্যাপিড অ্যান্টিজেন টেস্টের নেগেটিভ ফল দেখাতে হবে। র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ফল কেবল তখনই গ্রহণ করা হবে যদি সেগুলো অফিসিয়াল মেডিকেল কেন্দ্র থেকে করানো হয় এবং স্ব-শাসিত না হয়। দর্শকদের মধ্যে কোভিডের লক্ষণ দেখা না গেলে কাতারে আর কোনো পরীক্ষার প্রয়োজন হবে না। ১৮ বছর বা এর বেশি বয়সী দর্শকদের সরকার নির্ধারিত একটি ‘ট্রেসিং ফোন অ্যাপ্লিকেশন’ ডাউনলোড করে নিতে হবে। যেটির নাম দেওয়া হয়েছে ‘এহতেরাজ’। যেকোনো বদ্ধ জায়গার জনসমাগমে প্রবেশ করার জন্য এটি দেখাতে হবে। গণপরিবহনে দর্শকদের মাস্ক পরতে হবে। যদিও কাতারে যাওয়ার জন্য কোভিড টিকা নেওয়া বাধ্যতামূলক নয়। দেশটিতে থাকাকালীন কেউ কোভিড পরীক্ষায় পজিটিভ হলে সরকারের গাইডলাউন অনুযায়ী তাকে আইসোলেশনে থাকতে হবে। আগামী ২০ নভেম্বর শুরু হয়ে বিশ্বকাপ চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।