Monday, March 17, 2025
বাড়িখেলা‘মানসিকভাবে বিপর্যস্ত’ লামিছানে এখনই ফিরবেন না দেশে

‘মানসিকভাবে বিপর্যস্ত’ লামিছানে এখনই ফিরবেন না দেশে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৭ সেপ্টেম্বর।। সপ্তাহ তিনেক আগে লামিছানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন এক কিশোরি। দ্রুতই অভিযোগের তদন্ত শুরু করে নেপাল পুলিশ। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। জরুরি সভা ডেকে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল নিষিদ্ধ ঘোষণা করে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকাকে।২২ বছর বয়সী লেগ স্পিনার তখন সিপিএল খেলার জন্য ছিলেন ক্যারিবিয়ায়। অভিযোগকে ‘ভিত্তিহীন’ দাবি করে তখন তিনি বিবৃতিতে বলেছিলেন, দ্রুতই দেশে ফিরে পরিস্থিতির মোকাবেলা করবেন তিনি।

কিন্তু সোমবার সামাজিক মাধ্যমে তার লেখা থেকে জানা যায়, এখনও তিনি দেশে ফেরেননি। নেপালি ভাষায় নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি জানান, আপাতত দেশে ফেরার অবস্থা তার নেই।“সত্যিটা না জেনেই সংবাদমাধ্যমে ও সামাজিক মাধ্যমে মিথ্যা অভিযোগে আমাকে দায়ী করে একপাক্ষিক খবর প্রকাশ করা হচ্ছে। চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। আমার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং এসব অপপ্রচার আমাকে মানসিকভাবে বিপর্যস্ত ও অসুস্থ করে তুলেছে। কী করব না করব, বুঝে উঠতে পারছি না।”“একদিকে এসব যেমন মানসিকভাবে আমাকে প্রভাবিত করেছে, আরেক দিকে মানসিক চাপ ও স্বাস্থ্যগত সমস্যায় নিজেকে বিচ্ছিন্ন করে রেখেছি আমি। মিথ্যা অভিযোগে আমাকে অপরাধী হিসেবে উপস্থাপন করায় আমার মানসিক ও শারীরিক অবস্থায় তা প্রভাব ফেলছে। চিকিৎসকের পরামর্শে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি। স্বাস্থ্যের ধীরে ধীরে উন্নতি হচ্ছে। আমার বিরুদ্ধে ওঠা মিথ্যা অভিযোগের মোকাবেলা করতে যত দ্রুত সম্ভব নেপালে ফেরার অপেক্ষায় আছি।”

নেপালের হয়ে ৩০ ওয়ানডে ও ৪৪ টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটারের দাবি, তিনি গভীর চক্রান্তের শিকার।“ছেলেবেলা থেকেই আমি ক্রিকেটে আচ্ছন্ন, খুব সাধারণ পরিবারের মানুষ। ক্রিকেট ও দেশ আমার জীবনে সবকিছুর ওপরে। নেপালের ক্রিকেটকে আন্তর্জাতিক আঙিনায় পরিচিত করে তুলতে আমারও ভূমিকা আছে, সেটা খেলোয়াড় হিসেবে হোক বা অধিনায়ক হিসেবে। আমি একজন সৎ ক্রিকেটার, সবটুকু দিয়ে এই দেশের জন্য খেলেছি, কিন্তু আজ নিজেকে গুরুতর ষড়যন্ত্রের শিকার মনে হচ্ছে।”তিনি মনে করিয়ে দিয়েছেন, অভিযোগ প্রমাণের আগ পর্যন্ত কাউকে দোষী সাব্যস্ত করা উচিত নয় এবং তার অধিকার আছে মাথা উঁচু করে বাঁচার।“আমাকে দোষী প্রমাণের অপপ্রচারে বিরুদ্ধে আমার অনুপস্থিতিতেও আইনি লড়াই চালিয়ে যাব। নেপালের সংবিধান অনুযায়ী যতটা বুঝি, অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত আমি নির্দোষ। সংবিধানেই আমার অধিকার আছে সম্মান নিয়ে বাঁচার, নির্যাতনের বিরুদ্ধে থাকার, গোপনীয়তা রক্ষা করার, স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার ও নিজের মতো থাকার। আমার আইনী পরামর্শকদের সঙ্গে কথা বলে জেনেছি, এসব অধিকার আমার আছে এখনও।”

“আমার শ্রদ্ধেয় বাবা-মা, ভাই, বন্ধু এবং ক্রিকেটপ্রেমীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সবাইকে অনুরোধ করছি, আমার বিরুদ্ধে গুজব ছড়াবেন না।”নিষিদ্ধ হওয়ার সময় নেপাল জাতীয় দলের অধিনায়ক ছিলেন লামিছানে। গত কয়েক বছরে বিশ্বক্রিকেটে নিজেকে তিনি পরিচিত করেছেন নেপাল ক্রিকেটের উজ্জ্বল বিজ্ঞাপন হিসেবে। নেপালের একমাত্র ক্রিকেটার হিসেবে খেলছিলেন দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয়। আইপিএল থেকে শুরু করে বিগ ব্যাশ, সিপিএল, বিপিএল, এলপিএলে খেলেছেন তিনি।আন্তর্জাতিক ক্রিকেটেও তার পারফরম্যান্স দুর্দান্ত। দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ৫০ ওয়ানডে উইকেট ও তৃতীয় দ্রুততম হিসেবে ৫০ টি-টোয়েন্টি উইকেটে পৌঁছানোর কীর্তি আছে তার।সবশেষ তিনি মাঠে নামেন নেপালের হয়ে কেনিয়ার বিপক্ষে নাইরোবিতে, গত ৩০ অগাস্ট। এরপর সিপিএলে জ্যামাইকা তালাওয়াহসের হয়ে খেলার কথা থাকলেও এই অভিযোগের পর আর খেলা হয়ে ওঠেনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!