স্যন্দন ডিজিটেল ডেস্ক ২৩ নভেম্বর : আনন্দ বদলে গেল বিষাদে। রবিবার পলাশ মুচ্ছলের সঙ্গে বিবাহবন্ধনে বাঁধা পড়ার কথা ছিল বিশ্বজয়ী মেয়ে স্মৃতি মন্ধানার। যা নিয়ে মন্ধানা পরিবারে ছিল খুশির আমেজ। প্রস্তুতিও সারা হয়ে গিয়েছিল। কিন্তু সবটা যেন দমকা হাওয়ায় তছনছ গেল! আচমকাই হৃদরোগে আক্রান্ত হলেন স্মৃতির বাবা। ফলে স্মৃতি-পলাশের বিবাহ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। এই খবর নিশ্চিত করেছেন স্মৃতির ম্যানেজার তুহিন মিশ্র।
সাঙ্গলির সামডোলে মন্ধানা ফার্ম হাউস। সেখানে বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন সকলে। কিন্তু হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা। সঙ্গে সঙ্গে তাঁকে অ্যাম্বুল্যান্সে করে সাঙ্গলির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, স্মৃতি এবং তাঁর পরিবারের সদস্যরা খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যান। স্মৃতির বাবার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। এই মুহূর্তে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। স্মৃতির ওয়েডিং ম্যানেজমেন্ট সংবাদমাধ্যমকে জানিয়েছে, বিয়ের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। সেই অনুষ্ঠান আবার কবে শুরু হবে, তা জানা যায়নি।
স্মৃতির ম্যানেজার তুহিন মিশ্র বলেন, “সকালে খেতে বসেই অসুস্থতা বোধ করেন তিনি। আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম। ভেবেছিলাম হয়তো ঠিক হয়ে যাবেন। কিন্তু তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হতে শুরু করল। কোনওরকম ঝুঁকি না নিয়ে অ্যাম্বুল্যান্সে খবর দিই। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”

