চেন্নাই, ১৪ জুলাই (হি.স.): করোনাভাইরাসে সংক্রমিত হয়ে চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। বৃহস্পতিবার কাবেরী হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন কোভিড-১৯ সম্পর্কিত লক্ষণগুলির পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি রয়েছেন।
সূত্রের খবর, করোনায় আক্রান্ত হয়েছেন স্ট্যালিন। তারপরই তাঁকে চেন্নাইয়ের এই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়েছিলেন স্ট্যালিন। ওই দিন তিনি টুইট করে জানান, ক্লান্তি লাগছিল, নিজেকে সকলের থেকে বিচ্ছিন্ন রাখি আমি। টেস্ট করার পর তাঁর কোভিড টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। এরপর তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।