Friday, April 19, 2024
বাড়িজাতীয়এবার আয়কর দফতরের নোটিশ পেলেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার

এবার আয়কর দফতরের নোটিশ পেলেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার

মুম্বই, ১ জুলাই ( হি. স.) : মহারাষ্ট্রে ক্ষমতা হারাতেই কেন্দ্রীয় এজেন্সির চাপে মহাবিকাশ আঘাড়ি সরকারের জোটসঙ্গী এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার। জমি দুর্নীতি মামলায় এর আগে শিব সেনা নেতা সঞ্জয় রাউতকে সমন পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু এতদিন তিনি বিভিন্ন কারণ দেখিয়ে তলব এড়িয়ে যাচ্ছিলেন। তবে একনাথ শিন্দের শপথের পরদিন শুক্রবার তিনি ইডি দফতরে হাজিরা দিয়েছেন।

সঞ্জয় রাউতের তলবের আগেই আয়কর দফতরের নোটিস পেয়েছেন মহা বিকাশ আঘাড়ির আরেক নেতা তথা এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার। ২০০৪, ২০০৯, ২০১৪ এবং ২০২০ নির্বাচনের সময় পওয়ার যে হলফনামা দিয়েছেন, সেই হলফনামায় গরমিলের অভিযোগে তাঁকে নোটিস পাঠিয়েছে আয়কর দফতর। পওয়ার নিজেই সেই নোটিস প্রাপ্তির কথা টুইটারে জানিয়েছেন। সেই সঙ্গে তাঁর কটাক্ষ, “আমি একটা প্রেমপত্র পেয়েছি।” শরদ পওয়ারের শ্লেষ,”আয়কর দফতর আজকাল খুব সক্রিয়। খুব তাড়াতাড়ি তথ্য সংগ্রহ করছে। ওদের কাজের কৌশলও পালটে যাচ্ছে।”বস্তুত, বিজেপির বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে বিরোধীদের ভয় দেখাচ্ছে তারা। এ নিয়ে এর আগেও বহু বিরোধী দল সরব হয়েছে। এমনকী, মহারাষ্ট্রের সরকারের পতনের পিছনেও ইডি-সিবিআইয়েরই হাত দেখেন বিরোধী নেতারা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য