Monday, August 11, 2025
বাড়িজাতীয়কেন ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান! তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা পড়ে গেল...

কেন ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান! তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা পড়ে গেল কেন্দ্রের কাছে

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৮ জুলাই : অহমদাবাদ বিমান বন্দর থেকে ওড়ার কয়েক মুহূর্ত পরেই কেন ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার সেই বিমান? তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা পড়ল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের কাছে। এমনই খবর সংবাদ সংস্থা এএনআই সূত্রে।

অহমদাবাদ বিমান দুর্ঘটনার তদন্ত করছে এয়ারক্র্যাফ্‌ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি)। শীর্ষ সরকারি আধিকারিককে উদ্ধৃত করে এএনআই জানিয়েছে, তদন্তের প্রাথমিক পর্যায়ে যে সব তথ্য সংগ্রহ করা হয়েছিল, তা মূল্যায়ন এবং ফলাফলের উপর ভিত্তি করে এএআইবি রিপোর্ট তৈরি করেছে। সেই রিপোর্টই জমা পড়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের কাছে। চলতি সপ্তাহের শেষের দিকে রিপোর্টটি জনসমক্ষে আসতে পারে।

গত ১২ জুন অহমদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়া ১৭১ বিমানটি ওড়ার ৩২ সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ে। দুর্ঘটনায় বিমানের কেবিন ক্রু, পাইলট-সহ ২৬০ জনের মৃত্যু হয়। বেঁচে যান কেবল এক জন যাত্রী। বিমানটি যেখানে ভেঙে পড়েছে এবং বিস্ফোরণ ঘটেছে, সেখানেও অনেকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর মৃতদেহ শনাক্ত করার জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করেন অহমদাবাদের হাসপাতাল কর্তৃপক্ষ। সেই নমুনা মিলিয়ে দেহ তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণীরও।

কেন ভেঙে পড়ল বিমানটি? দুর্ঘটনার পর থেকেই এই প্রশ্নই উঠছে নানা মহলে। ১৩ জুন দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার হয় বিমানের প্রথম ব্ল্যাক বক্সটি। উড়ানের বিষয়ে যাবতীয় তথ্য থাকে এই ব্ল্যাক বক্সে। ককপিটে পাইলটের কথোপকথনও ধরা থাকে। ১৬ জুন দ্বিতীয় ব্ল্যাক বক্সটিও উদ্ধার হয়। সেগুলি পরীক্ষানিরীক্ষা করছে এএআইবি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!