Friday, March 29, 2024
বাড়িজাতীয়রাজস্থানে রাজ্যসভা নির্বাচন নিয়ে মামলা গড়াল সুপ্রিম কোর্টে

রাজস্থানে রাজ্যসভা নির্বাচন নিয়ে মামলা গড়াল সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি, ৯ জুন(হি.স) : ভোটের ২৪ ঘণ্টা আগে রাজস্থানে রাজ্যসভা নির্বাচনের বিষয়টি সুপ্রিম কোর্টে পৌঁছল। বিএসপি থেকে কংগ্রেসে যোগ দেওয়া ৬ জন বিধায়কের ভোট সিল কভারে রাখার এবং গণনাতে অন্তর্ভুক্ত না করার জন্য একটি পিটিশন দায়ের করা হয়েছে। এই আবেদনটি প্রধান বিচারপতি বা রেজিস্ট্রারের কাছে উল্লেখ করতে বলেছে সুপ্রিম কোর্ট।

আইনজীবী হেমন্ত নাহাটার দায়ের করা আবেদনে বলা হয়েছে, ছয়জন বিএসপি বিধায়ককে অবৈধভাবে কংগ্রেসের সদস্য বলে বলা হচ্ছে। রাজস্থান হাইকোর্ট এই আবেদন খারিজ করে দিয়েছে। হাইকোর্ট বলেছিল, নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে এবং দলত্যাগের বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন। তাই এ বিষয়ে হস্তক্ষেপ করা যাবে না। হাইকোর্টের এই আদেশের পর সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য