স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১২ জুন : আহমেদাবাদে দুর্ঘটনার কবলে পড়া বিমানে ছিলেন ব্রিটেনের ৫৩ জন নাগরিক। মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। গোটা ঘটনার দিকে নজর রাখছেন বলেই জানান তিনি। শোকপ্রকাশ করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ও।
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও শোক প্রকাশ করেছেন আহমেদাবাদ বিমান দুর্ঘটনায়। দলীয় কর্মীদেরও উদ্ধারকাজে শামিল হতে বলেছেন তিনি।
মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক্স হ্যান্ডেলে তিনি বলেন, ‘অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। দুর্ঘটনাগ্রস্তদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। এই কঠিন সময়ে গোটা দেশ তাঁদের পাশে রয়েছেন।’
আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘আহমেদাবাদের ঘটনায় আমি বিধ্বস্ত, অত্যন্ত ব্যথিত। আমি মন্ত্রী এবং সমস্ত প্রশাসনিক কর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছি।’ বিদেশমন্ত্রী এস জয়শংকরও শোকপ্রকাশ করেছেন মর্মান্তিক ঘটনায়।