Friday, January 24, 2025
বাড়িজাতীয়রাহুল গান্ধীকে ফের সমন পাঠাল ইডি, ন্যাশনাল হেরাল্ড মামলায় ১৩ জুন হাজিরার...

রাহুল গান্ধীকে ফের সমন পাঠাল ইডি, ন্যাশনাল হেরাল্ড মামলায় ১৩ জুন হাজিরার নির্দেশ


নয়াদিল্লি, ৩ জুন (হি.স.): ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নতুন করে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ১৩ জুন রাহুল গান্ধীকে ইডি-র দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ন্যাশনাল হেরাল্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রাহুলকে ২ জুন ডেকে পাঠিয়েছিল ইডি। কিন্তু বিদেশে থাকার কারণে ওই দিন তিনি হাজিরা দিতে পারেননি।

তাই শুক্রবার ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নতুন করে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। জানিয়ে দেওয়া হয়েছে, ১৩ জুন রাহুল গান্ধীকে ইডি-র দফতরে হাজিরা দিতে হবে। প্রসঙ্গত, এই মামলায় ৮ জুন ইডি-র দফতরে হাজির হতে বলা হয়েছিল কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীকে। কিন্তু, সোনিয়া করোনায় আক্রান্ত হয়েছেন। তাই তিনি সম্ভবত ৮ জুন হাজিরা নাও দিতে পারেন।

প্রসঙ্গত, জওহরলাল নেহরু প্রতিষ্ঠিত ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র নিয়ে মনমোহন সিংয়ের জমানাতেই দুর্নীতির অভিযোগ তুলেছিল বিজেপি। ২০১৪ সালে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর বিষয়টি নিয়ে নতুন করে জলঘোলা শুরু হয়। যার মূল হোতা ছিলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। তাঁর অভিযোগ, ‘অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড’ নামে যে সংস্থার হাতে সংবাদপত্রটির মালিকানা ছিল, বাজারে ৯০ কোটি টাকা দেনা ছিল তাদের। যার বেশিরভাগটাই কংগ্রেসের কাছ থেকে নেওয়া। ২০০৮ সালে সংবাদপত্রটির প্রকাশনা বন্ধ হয়ে যায়। সেই অবস্থাতেই সংস্থাটি অধিগ্রহণ করে সোনিয়া, রাহুল এবং শীর্ষস্থানীয় কংগ্রেস নেতাদের ‘ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড’ সংস্থা। যার পর ন্যাশনাল হেরাল্ডের কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি ইয়ং ইন্ডিয়ানের দখলে চলে আসে। ৯০ কোটি টাকা দেনার বোঝাও চাপে তাদের ঘাড়ে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য