Saturday, February 8, 2025
বাড়িজাতীয়নাড্ডার নির্দেশে সতর্কতা দিলীপ ঘোষকে, মুখ খুলতে পারবেন না সংবাদমাধ্যমে

নাড্ডার নির্দেশে সতর্কতা দিলীপ ঘোষকে, মুখ খুলতে পারবেন না সংবাদমাধ্যমে

কলকাতা, ৩১ মে (হি. স.) : সতর্ক করা হল বিজেপি নেতা দিলীপ ঘোষকে। বিশেষভাবে সতর্ক করল দল। আপাতত সংবাদমাধ্যমে কোনও প্রতিক্রিয়া দিতে পারবেন না তিনি। বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার নির্দেশেই দিলীপ ঘোষকে এর উল্লেখ করা হয়েছে চিঠিতে।

ভারতীয় জনতা পার্টির লেটারহেডে লেখা চিঠিতে দিলীপ ঘোষকে ন্যাশনাল জেনারেল সেক্রেটারি ও হেডকোয়ার্টার-ইন-চার্জ অরুণ সিং জানিয়েছেন, সাম্প্রতিককালে বিভিন্ন সংবাদমাধ্যমে তিনি যে সব মন্তব্য করেছেন, তা দল ও বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা খুব গুরুত্বের সঙ্গে নিয়েছেন। নাড্ডার নির্দেশেই তাঁকে সতর্ক করা হচ্ছে। বলাই বাহুল্য যে, যা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

চিঠিতে উল্লেখ, দিলীপ ঘোষকে আপাতত সমস্তরকম সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। নিজের দলের সতীর্থদের সম্পর্কে কোনওরকম মন্তব্য করা থেকে তাঁকে সতর্ক করা হয়েছে। প্রসঙ্গত, সাম্প্রতিককালে দল ও সতীর্থদের নিয়ে দিলীপ ঘোষের করা বিভিন্ন মন্তব্য পদ্মশিবিরের অস্বস্তি বাড়িয়েছে। তাঁর বক্তব্য আরও সুচারু ও দায়িত্ববান হওয়া উচিত বলেই মনে করছে দল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য