Friday, June 13, 2025
বাড়িজাতীয়‘কাকুতি-মিনতিতেও লাভ নেই’, সিন্ধু জলচুক্তি বাতিলের সিদ্ধান্তে অনড় ভারত, জানালেন জয়শংকর

‘কাকুতি-মিনতিতেও লাভ নেই’, সিন্ধু জলচুক্তি বাতিলের সিদ্ধান্তে অনড় ভারত, জানালেন জয়শংকর

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৫ মে : পাকিস্তানের কাকুতি-মিনতিতেও দুর্বল হবে না ভারত। সিন্ধু জলচুক্তি নিয়ে কোনওমতেই ভারতের অবস্থান পালটাবে না বলে সাফ জানিয়ে দিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। তাঁর কথায়, কাশ্মীর নিয়ে একটাই বিষয়ে আলোচনা হতে পারে। সেটা হল পাক অধিকৃত কাশ্মীর খালি করা। উল্লেখ্য, সিন্ধু জলচুক্তি বাতিল না করার আর্জি নিয়ে সম্প্রতি ভারত সরকারকে চিঠি লিখেছে ইসলামাবাদ।

সিন্ধু জলচুক্তি বাতিলের ফলে অভূতপূর্ব সংকটের পরিস্থিতি পাকিস্তানে। কোথাও জলকষ্ট, কোথাও বন্যা পরিস্থিতি! দেশের বিস্তীর্ণ এলাকায় দেশবাসীর শুকিয়ে মরার অবস্থা। অভাবনীয় সংকট থেকে বাঁচতে ফের ভারতের কাছে কাকুতি-মিনতি শুরু করেছে পাকিস্তান। তবে ইসলামাবাদের হাজার অনুরোধেও চিড়ে ভিজবে না বলে সাফ জানালেন জয়শংকর। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “সিন্ধু জলচুক্তি আপাতত স্থগিত। যতদিন না সীমান্ত পেরিয়ে সন্ত্রাস বন্ধ করবে পাকিস্তান, ততদিন এই চুক্তি স্থগিত থাকবে।”

বিদেশমন্ত্রীর মতে, কাশ্মীর ইস্যুতে একটাই আলোচনা হতে পারে। সেটা হল বেআইনিভাবে দখল করা পাক অধিকৃত কাশ্মীরকে মুক্ত করার প্রসঙ্গে। একমাত্র সেই বিষয়টি নিয়েই আলোচনায় বসতে পারে নয়াদিল্লি। জয়শংকর আরও বলেন, যারা ৭ মে ভারতের সঙ্গে কোনওরকম কথা বলতে রাজি ছিল না, তিনদিনের মধ্যে তারাই আলোচনায় বসতে চাইছে। সেখান থেকেই বোঝা যায়, কারা আসলে সংঘর্ষবিরতি চেয়েছিল। তবে সংঘর্ষবিরতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা নিয়ে কিছু বলেননি জয়শংকর।


প্রসঙ্গত, পহেলগাঁও হামলার পরই সিন্ধু চুক্তি বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা করে নয়াদিল্লি। এর পর ভারত অপারেশন সিঁদুর শুরু করে। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। নিকেশ হয় শতাধিক জঙ্গি। পরে পাকিস্তানের অনুরোধে সংঘর্ষবিরতিতেও সায় দিয়েছে নয়াদিল্লি। কিন্তু সংঘর্ষবিরতিতে সায় দিলেও সিন্ধু জলচুক্তি বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। ইসলামাবাদের অনুরোধেও সেই সিদ্ধান্ত বদলাবে না নয়াদিল্লি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য