Tuesday, July 15, 2025
বাড়িজাতীয়ভারত-নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার খলিস্তানি জঙ্গি

ভারত-নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার খলিস্তানি জঙ্গি

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৩ মে : ভারত-পাক সীমান্তে উত্তেজনার মাঝেই নেপাল সীমান্ত থেকে ধৃত মোস্ট ওয়ান্টেড খলিস্তানি জঙ্গি। ২০১৬ সালে পাঞ্জাবের জেল ভেঙে পালিয়েছিল দলবীর সিং। প্রায় ৯ বছর পর তাকে ফের গ্রেপ্তার করল এনআইএ। মাথায় পুরস্কার ছিল ১০ লক্ষ টাকা। তদন্তকারীদের সন্দেহ, ঘোলা জলে মাছ ধরতে, উত্তরে অশান্তি ছড়াতেই বিহারে ঘাঁটি গেড়েছিল সে। তাকে গ্রেপ্তার করে দিল্লি উড়িয়ে নিয়ে গিয়েছেন তদন্তকারীরা।

দলবীর সিং ওরফে গলবদ্দি ওরফে কাশ্মীর সিং। অভিযোগ, দলবীর খলিস্তানি জঙ্গিদের রসদ জোগানো, টাকা সংগ্রহ, আশ্রয় দিত। এই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। ২০১৬ সালের ২৭ নভেম্বর ২৪ জন সশস্ত্র ব্যক্তি পাতিয়ালার নাভাতে হামলা চালায়। বহু খলিস্তানি জেহাদি সেজিন জেল থেকে পালিয়েছিল। তাদের মধ্যে অন্যতন এই দলবীর। তারপর থেকে নেপালে আস্তানা গেড়েছিল সে। সেখানে বসে বব্বর খালসা ইন্টারন্যাশনাল এবং রিন্দা জঙ্গি গোষ্ঠীর নেটওয়ার্ক চালাত। এমনকী, নেপাল থেকে অস্ত্র পাঠানো হত কাশ্মীরে। হাওয়ালা মারফতও টাকা যেত জঙ্গিদের কাছে। সেখানে জেহাদিদের নানাভাবে সাহায্য করত দলবীর।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য