স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৬ এপ্রিল : অবৈধ ভাবে ভারতে ঢুকেছেন। এই অভিযোগে অন্তত সাড়ে ৫০০ বাংলাদশি নাগরিককে গ্রেফতার করল গুজরাত পুলিশ। শুক্রবার রাতভর অভিযানে গ্রেফতার করা হল অন্তত ১০০ জনকে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সুরাতে ওই অভিযান শুরু হয় শুক্রবার রাতে। শনিবার সকালেও অভিযান জারি রয়েছে।
গুজরাত পুলিশ, স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি)-এর যৌথ অভিযান শুরু হয়েছিল গুজরাতের অহমদাবাদ থেকে। প্রথম কয়েক ঘণ্টাতেই একশোর বেশি বাংলাদেশিকে আটক করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করে আরও অনুপ্রবেশকারীর খবর পায় পুলিশ। শুরু হয় জায়গায় জায়গায় ধরপাকড়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যের পুলিশ জানিয়েছে, অবৈধ ভাবে সাড়ে ৫০০ বাংলাদেশি নাগরিক ভারতে ঢুকেছিলেন। গুজরাতে তাঁরা কাজকর্ম করছিলেন। তবে কারও কাছেই বৈধ কোনও নথিপত্র নেই। তাই সকলকে আটক করা হয়েছে। শীঘ্রই তাঁদের বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।
পিটিআই জানাচ্ছে, অহমদাবাদে অনুপ্রবেশকারীদের ধরতে পুলিশের অভিযান শুরু হয়েছিল ভোর ৩টেয়। ডিসিপি অজিত রজিয়ানকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, চান্দোলা এলাকা থেকে ৪০০ জন বাংলাদেশিকে আটক করা হয়। স্থানীয় কয়েক’টি সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা শুরু করেছে পুলিশ।
জানা যাচ্ছে, ২০২৪ সালের এপ্রিলে অনুপ্রবেশকারী সংক্রান্ত দু’টি এফআইআর দায়ের হয়। তখনই ১২৭ জন গ্রেফতার হন। তাঁদের মধ্যে ৭৭ জনকে বাংলাদেশ পাঠানো হয়েছে। অন্য দিকে, গত কয়েক সপ্তাহের মধ্যে গুজরাত তো বটেই, দিল্লিতেও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে আটক এবং গ্রেফতার করা হচ্ছে। বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের বড় চক্রগুলিকে ধরার চেষ্টায় রয়েছে পুলিশ।