স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৫ এপ্রিল : জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলাকারী চার জঙ্গির খোঁজে তল্লাশি অভিযান শুরু হল জম্মু-কাশ্মীরের কাঠুয়ায়। পুলিশ সূত্রের খবর, কাঠুয়ার এক মহিলা দাবি করেছেন, তিনি চার জনকে দেখেছেন। এর পরেই শুক্রবার তল্লাশি অভিযানে নামে পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ।
পুলিশ সূত্রে খবর, কাঠুয়ার পাশাপাশি পুলওয়ামা এবং বারামুলাতেও তল্লাশি অভিযান চলছে। বারামুলায় নিষিদ্ধ সংগঠন ‘জম্মু ও কাশ্মীর ন্যাশনাল ফ্রন্ট’-এর দেশবিরোধী কার্যকলাপের খবর মিলেছে। তার ভিত্তিতেই সেখানে তল্লাশি অভিযান চলছে।
তদন্তকারীদের সূত্রে আগেই খবর মিলেছে, পহেলগাঁওয়ে সব মিলিয়ে সাত জঙ্গি হামলা চালিয়েছিল। যে হামলায় মৃত্যু হয়েছে ২৬ জনের। ওই সাত জনের মধ্যে চার-পাঁচ জন ‘বাইরে’ থেকে এসেছে। দু’জন স্থানীয় বাসিন্দা। গোয়েন্দা সূত্রে ইতিমধ্যেই চার জনের ছবি প্রকাশিত হয়েছে। তাঁদের নাম— আদিল, আসিফ ফুজি, সুলেমান শাহ এবং আবু তালহা।
পহেলগাঁও হামলায় দায় ইতিমধ্যেই স্বীকার করেছে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)। ২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের অস্থির রাজনৈতিক পরিস্থিতির আবহে জন্ম হয় এই সন্ত্রাসী গোষ্ঠীর। পাক জঙ্গিগোষ্ঠী লশকর-ই-ত্যায়বার ‘ছায়া সংগঠন’ হিসাবে উঠে আসে টিআরএফ। গোয়েন্দা সূত্রে খবর, ওই তিন জঙ্গিই টিআরএফের সদস্য। তবে হামলার মূল চক্রী সইফুল্লা খালিদ ওরফে সইফুল্লা কাসুরি। তিনি লশকরের অন্যতম প্রধান। এ ছাড়াও, এই জঙ্গিগোষ্ঠীর অন্যতম মাথা তথা ভরতের ‘ওয়ান্টেড’ তালিকায় থাকা হাফিজ় সইদের ঘনিষ্ঠ বলেও পরিচিত সইফুল্লা।