Saturday, February 15, 2025
বাড়িজাতীয়সময়ের আগেই ভারতে ঢুকছে বর্ষা, ১৫ মে ঢুকে পড়ার সম্ভাবনা আন্দামানে :...

সময়ের আগেই ভারতে ঢুকছে বর্ষা, ১৫ মে ঢুকে পড়ার সম্ভাবনা আন্দামানে : আইএমডি



নয়াদিল্লি, ১৩ মে (হি.স.): নির্ধারিত সময়ের আগেই এ বছর দেশে ঢুকে পড়বে বর্ষা। আগামী ১৫ মে-র মধ্যে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর সূত্রের খবর, স্বাভাবিক সময়ের এক সপ্তাহ আগেই কেরলে প্রবেশ করবে বর্ষা। সাধারণত ১ জুন নাগাদ প্রতি বছর বর্ষা প্রবেশ করে।

এক বিবৃতি জারি করে ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, ‘১৫ মে-র মধ্যে দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর হয়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দেশে ঢুকতে পারে।’ চলতি বছর মার্চের শুরু থেকেই দেশের বিভিন্ন রাজ্যে তাপমাত্রার পারদ হু হু করে চড়েছে। কোনও কোনও রাজ্যে তাপপ্রবাহের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। উত্তর ভারতের কিছু রাজ্য এখনও গরমে নাজেহাল। এমতাবস্থায় বর্ষার আগমণের খবর কিছুটা হলেও স্বস্তি দিয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য