Tuesday, June 6, 2023
বাড়িজাতীয়রাজস্থানের সম্মান ও মর্যাদাকে ক্ষুণ্ন করেছেন অশোক গেহলট : জে পি নাড্ডা

রাজস্থানের সম্মান ও মর্যাদাকে ক্ষুণ্ন করেছেন অশোক গেহলট : জে পি নাড্ডা


হনুমানগড়, ১১ মে (হি.স.): আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবার বিরোধীদের আক্রমণে বিদ্ধ হচ্ছে অশোক গেহলট সরকার। এবার রাজস্থানের হনুমানগড়ের জনসভা থেকে অশোক গেহলট সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। নাড্ডার কথায়, আগে সংস্কৃতি, তৃপ্তি, শান্তি এবং উন্নয়নের জন্য পরিচিত ছিল রাজস্থান। কিন্তু অশোক গেহলট রাজস্থানের সম্মান ও মর্যাদাকে ক্ষুণ্ন করেছেন।

রাজস্থানের হনুমানগড়ে এদিন বিজেপি রাজস্থানের জেলা কার্যালয়ের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন জে পি নাড্ডা। ১০টি কার্যালয়ের এদিন উদ্বোধন হয়েছে ও ৪টি কার্যালয়ের শিলান্যাস হয়েছে। রাজস্থানেও ডাবল ইঞ্জিনের সরকারের আহ্বান জানিয়ে দলীয় কর্মীদের উদ্দেশে নাড্ডা বলেছেন, “আমি রাজস্থানের কর্মীদের অনুরোধ করতে এসেছি যে, রাজস্থানেও একটি ডাবল ইঞ্জিন সরকার দরকার। জনসাধারণ কেমন আছেন, তাতে কিছু আসে-যায় না রাজস্থানের কংগ্রেস সরকারের।” নাড্ডা এদিন আরও বলেছেন, বিধায়ক অথবা সাংসদ হওয়া আমাদের কাছে জনসেবার একটা মাধ্যম, আমরা দেশের সেবা করতে এসেছি, আমরা দেশকে শক্তিশালী করতে এসেছি।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য