Sunday, April 20, 2025
বাড়িজাতীয়অন্ধপ্রদেশে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ।

অন্ধপ্রদেশে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ।

স্যন্দন ডিজিটেল ডেস্ক,  ১৩ এপ্রিল :  অন্ধপ্রদেশে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। ঝলসে মৃত্যু হয়েছে কমপক্ষে ৮ জন শ্রমিকের। আহতের সংখ্যা ৭। দুর্ঘটনার জেরে আনাকপল্লি জেলার কোটাভুরাতলা এলাকার বাজি কারখানাটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় অস্বস্তিতে অন্ধ্রপ্রদেশ সরকার। কারখানাটি বেআইনি কিনা প্রশ্ন উঠছে। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে বিস্ফোরণ হয় কোটাভুরাতলা এলাকার ওই বাজি কারখানায়। দুর্ঘটনার সময় কারখানার ভিতরে ছিলেন ১৫ ডন শ্রমিকর। এদের মধ্যে ঝলসে মৃত্যু হয় ৮ জনের। দুর্ঘটনায় আহতদের বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। মৃত্যু হয়েছে দাদি রামালক্ষ্মী, পূরম পাপা, গুমপিনা ভেনু, সেনাপতি বাবুরাও, মনোহর, দেভারা নির্মলা, আপ্পিকোন্ডা থাথাবাবু এবং সঙ্গারিগোভিন্দুর।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য