নয়াদিল্লি, ৭ মে (হি.স.): মধ্যবিত্তের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠল! শুক্রবার মধ্যরাতে রান্নার গ্যাসের (১৪.২ কেজির) দাম বেড়ে গেল আরও ৫০ টাকা। ফলে কলকাতায় একটি সিলিন্ডার কিনতে এখন থেকে গুনতে হবে ১০২৬ টাকা।
দিল্লিতে ১৪.২ কেজি সিলিন্ডারের বর্ধিত দাম ৯৯৯.৫০ টাকা। গৃহস্থের রান্নার গ্যাসের দাম বাড়লেও, হোটেল-রেস্তোরাঁয় ব্যবহারের বাণিজ্যিক সিলিন্ডারের (১৯ কেজির) দাম অবশ্য এই দফায় কমেছে। ৯.৫০ টাকা কমে কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম এখন ২৪৪৫ টাকা। মাসের প্রথমে সেটি ১০০ টাকারও বেশি বেড়েছিল।
গত মার্চ মাসে নজিরবিহীন গতিতে বেড়েছিল পেট্রোল ও ডিজেলের দাম। বিগত অনেকদিন ধরে পেট্রোল ও ডিজেলের দাম না বাড়লেও, কমেনি একটুও। এবার মধ্যবিত্তের চিন্তা বাড়াল রান্নার গ্যাসের দাম বৃদ্ধি, একধাক্কায় ৫০ টাকা বাড়ল ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম। সংসার চালাতে গিয়ে এবার হিমশিম খেতে হবে মধ্যবিত্তদের।