Friday, April 4, 2025
বাড়িজাতীয়প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আপ্তসহায়ক হচ্ছেন নিধি তেওয়ারি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আপ্তসহায়ক হচ্ছেন নিধি তেওয়ারি।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩১ মার্চ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আপ্তসহায়ক হচ্ছেন নিধি তেওয়ারি। গত শনিবার এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ক্যাবিনেটের অ্যাপয়েন্টমেন্টস কমিটি। তবে কবে থেকে নতুন দায়িত্ব নেবেন নিধি, তা এখনও জানা যায়নি। উল্লেখ্য, ২০১৪ ব্যাচের আইএফএস অফিসার নিধি বেশ কয়েকদিন ধরে কাজ করছেন প্রধানমন্ত্রীর দপ্তরে।

প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্র বারাণসীর ভূমিকন্যা এই নিধি। মেহমুরগঞ্জের বাসিন্দা নিধি ২০১৪ সালে আইএফএস আধিকারিক হিসাবে কেরিয়ার শুরু করেন। ২০১৩ সালের সিভিল সার্ভিস পরীক্ষায় ৯৬ র‍্যাঙ্ক করেছিলেন তিনি। তবে তার আগে দীর্ঘদিন কমার্শিয়াল ট্যাক্সে অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসাবে কর্মরত ছিলেন। কাজের ফাঁকেই ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিতেন তিনি।

২০১৪ সালের পর থেকে বিদেশমন্ত্রকের একাধিক দায়িত্ব সামলেছেন নিধি। অভ্যন্তরীণ নিরাপত্তা থেকে শুরু করে বেশ কয়েকটি বিভাগে কাজ করেছেন। বিদেশনীতিতে তাঁর পারদর্শিতা দেখেই তাঁকে প্রধানমন্ত্রীর দপ্তরে উন্নীত করা হয়। ২০২২ সাল থেকে পিএমওতে কর্মরত নিধি। আন্ডার সেক্রেটারি হিসাবে সেখানে কাজ শুরু করেন। ২০২৩ সালের ৬ জানুয়ারি প্রধানমন্ত্রীর ডেপুটি সেক্রেটারি পদে প্রোমোশন হয় তাঁর। এখনও পর্যন্ত ওই পদেই রয়েছেন নিধি।

প্রধানমন্ত্রীর দপ্তরের ডেপুটি সেক্রেটারি থাকাকালীন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন নিধি। বিদেশনীতি, পারমাণবিক শক্তি, নিরাপত্তার পাশাপাশ রাজস্থান সংক্রান্ত দায়িত্বও সামলেছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের অধীনেও কাজ করেছে। ভারতে জি-২০ সম্মেলন আয়োজনেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল নিধির। এবার মোদির আপ্তসহায়ক হচ্ছেন বারাণসীর কন্যা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!