Sunday, April 20, 2025
বাড়িজাতীয়‘ইন্ডিয়া’ নাম বদলে ‘ভারত’ বা ‘হিন্দুস্তান’! কেন্দ্রকে সুপ্রিম নির্দেশ পালনের বার্তা হাই...

‘ইন্ডিয়া’ নাম বদলে ‘ভারত’ বা ‘হিন্দুস্তান’! কেন্দ্রকে সুপ্রিম নির্দেশ পালনের বার্তা হাই কোর্টের

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৯ মার্চ : ‘ইন্ডিয়া’ নয়, ‌‘ভারত’। কিংবা ‘হিন্দুস্তান’। এই নামেই কেন ডাকা হবে না আমাদের চিরচেনা মাতৃভূমিকে? অবিলম্বে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো প্রক্রিয়া চালু করার জন‌্য কেন্দ্রকে নির্দেশ দিল দিল্লি হাই কোর্ট।

সম্প্রতি এই ইস্যুতে দিল্লি হাই কোর্টে একটি মামলা দায়ের হয়। যেখানে আবেদন জানানো হয়, সংবিধানে ব‌্যবহৃত ‘ইন্ডিয়া’ শব্দটি পাল্টে তা ‘ভারত’ করার জন‌্য আর্জি জানান আবেদনকারী। তারই প্রেক্ষিতে বিচারপতি শচীন দত্তর বেঞ্চ কেন্দ্রকে নির্দেশ দিল সুপ্রিম কোর্টের নির্দেশের বিষয়টি কেন্দ্রকে বিবেচনা করে দেখার জন‌্য। বিষয়টি অবশ‌্য বেশ কিছুটা পুরনো। ২০২০ সালের ৩ জুন মাসে সুপ্রিম কোর্ট সংবিধানে দেশের নাম বদলের যে প্রস্তাব দিয়েছিল, সে বিষয়ে কোনও পদক্ষেপ করা হয়নি। আবেদনে বলা হয়েছে, ২০২০ সালে সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পরও কেন বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়নি।

আবেদনকারীর আর্জি, সংবিধানের প্রথম অনুচ্ছেদে যেখানে যুক্তরাষ্ট্রের নাম হিসাবে ‘ইন্ডিয়া’ লেখা রয়েছে সেটিকে পাল্টে ‘ভারত অথবা হিন্দুস্তান’ হিসাবে সম্বোধন করার জন‌্য। ‘ইন্ডিয়া’ নামটি ভারতের ঔপনিবেশিক ইতিহাসের ভারই বহন করে বলেও উল্লেখ করেন তিনি। অপরদিকে ‘ভারত’ নামটির সঙ্গে অনেক বেশি একাত্ম বোধ করেন এ দেশের মানুষ, এমনই আর্জি ছিল আবেদনকারীর। এই মামলার শুনানিতে, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো প্রক্রিয়া চালু করার জন‌্য কেন্দ্রকে নির্দেশ দিল দিল্লি হাই কোর্ট।

উল্লেখ্য, এই বিতর্কের মাথাচাড়া দিয়ে উঠেছিল ভারতে জি-২০ সম্মেলনের সময়ে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্বাক্ষরিত জি-২০ সম্মেলনের নিমন্ত্রণপত্রে দেশের নাম হিসেবে ‘ভারতে’র উল্লেখ করা হয়েছে। বিভিন্ন দেশে যে পুস্তিকা পাঠানো হয়েছে, তাতেও একই পন্থা অবলম্বন করে কেন্দ্র। এই ঘটনায় সরব হয় দেশের বিরোধী দলগুলি। মামলা গড়ায় আদালতেও। সেখানে সুপ্রিম কোর্টের তরফে কেন্দ্রকে প্রস্তাব দেওয়া হয়, কেন্দ্র ‘ইন্ডিয়া’ নাম বদলে ‘ভারত’ বা ‘হিন্দুস্থান’ রাখার। শীর্ষ আদালতের সেই প্রস্তাবকে হাতিয়ার করেই দিল্লি হাই কোর্টে দায়ের হয় মামলা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য