স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৩ মার্চ : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই-এর নাম পরিবর্তনের পক্ষে সওয়াল করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলে। আরএসএসের বক্তব্য, হিন্দিতে আমাদের দেশের নাম ‘ভারত’। তাই রিজার্ভ ব্যাঙ্কের নামেও ভারত থাকা উচিত।
সম্প্রতি দিল্লিতে এক অনুষ্ঠানে দত্তাত্রেয় বলেন, “ইংরেজিতে আমরা ইন্ডিয়া বলে থাকি। তবে ভারতীয় ভাষায় আমাদের দেশের নাম ভারত। তাহলে কেন আমরা ‘কনস্টিটিউশন অফ ইন্ডিয়া’, ‘রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’ বলে থাকি… এটা এমন কেন হবে? এই প্রশ্ন তোলা উচিত। এটা বদলানো উচিত। যদি দেশের নাম ভারত হয়, তাহলে সেভাবেই নামকরণ করা উচিত।” তারপরই বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর সাফ কথা, আসল ইস্যু থেকে নজর ঘোরাতেই বিজেপি-আরএসএস অহেতুক বিতর্ক তৈরি করছে।
প্রসঙ্গত, লোকসভা ভোটের আগে ‘ভারত বনাম ইন্ডিয়া’ বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছিল। বিরোধীদের জোটের নামকরণের পর থেকেই ইন্ডিয়া বনাম ভারত বিতর্ক শুরু হয়। সেই বিতর্ক আবারও উসকে দেওয়ার চেষ্টায় গেরুয়া শিবির। অন্তত বিরোধীদের তেমনটাই দাবি।