Wednesday, March 26, 2025
বাড়িজাতীয়বিপুল অস্ত্র ও বিস্ফোরক-সহ মুরাদাবাদে গ্রেপ্তার হিজবুল জঙ্গি

বিপুল অস্ত্র ও বিস্ফোরক-সহ মুরাদাবাদে গ্রেপ্তার হিজবুল জঙ্গি

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৯ মার্চ : মাথার দাম ছিল ২৫ হাজার টাকা। ১৮ বছর ধরে পলাতক থাকার পর অবশেষে পুলিশের জালে হিজবুল মুজাহিদিন জঙ্গি। জম্মু ও কাশ্মীরের পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে উলফত হুসেন নামের ওই জঙ্গিকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ পুলিশের এসটিএফ। উলফতের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক। পুলিশের অনুমান বড় কোনও হামলার ছক কষছিল এই জঙ্গি।


পুলিশের তরফে জানা যাচ্ছে, জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার বাসিন্দা এই উলফত হুসেন। জম্মু ও কাশ্মীরেও তার বিরুদ্ধে বহু মামলা রয়েছে। ১৯৯৯ থেকে ২০০০ সালের মাঝে কোনও এক সময় পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে প্রশিক্ষণ নেয় সে। উত্তরপ্রদেশের মুরাদাবাদে বড়সড় কোনও হামলার ছক ছিল এই জঙ্গির। সেই মতো উলফতের নাগাল পেতে কোমর বেঁধে নামে উত্তরপ্রদেশ এসটিএফের সাহারনপুর ইউনিট। উপত্যকার পুলিশের থেকে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার মুরাদাবাদ থেকেই গ্রেপ্তার করা হয় এই জঙ্গিকে।


পুলিশের তরফে জানানো হয়েছে, হিজবুল জঙ্গি উলফতের কাছ থেকে ৩০ বোরের দুটি পিস্তল, ১২টি হ্যান্ড গ্রেনেড, ৩৯ টাইমার, ৫০ ডিটোনেটর, ৩৭ট ব্যটারি, ২৯ কিলো বিস্ফোরক, ৫৬০টি কার্তুজ ও ৮টি ম্যাগাজিন বাজেয়াপ্ত করা হয়েছে। অপরাধীকে গ্রেপ্তারের পর তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। জানার চেষ্টা চলছে তার সঙ্গে কে কে এই ষড়যন্ত্রে যুক্ত রয়েছে।


পুলিশের দাবি এর আগে ২০০১ সালেও গ্রেপ্তার করা হয়েছিল উলফতকে। সেই সময় তার কাছ থেকে একে ৪৭, একে ৫৬-সহ আরও বহু অস্ত্রশস্ত্র উদ্ধার করে পুলিশ। যদিও সেই মামলায় আদালতে জামিন পেয়ে যায় এই জঙ্গি। তারপর থেকে এর আর কোনও খোঁজ পাওয়া যায়নি। উলফতের খোঁজ দিতে পারলে ২৫ হাজার টাকা পুরস্কার ঘোষণাও করা হয়। ১৮ বছর ধরে এই জঙ্গির খোঁজে তল্লাশি চালানোর পর অবশেষে গ্রেপ্তার করা হল তাকে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য