স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৬ মার্চ : লক্ষ্য অসমের বিধানসভা নির্বাচন। উত্তর-পূর্বে ঘাসফুলের সংগঠন আরও শক্তপোক্ত চাঙা করতে চাইছে দল। সেই কথা মাথায় রেখে বৃহস্পতিবার তৃণমূলের তরফে ঘোষণা করা হল ব্লক সভাপতিদের নাম। এদিন তৃণমূলের তরফে সোশাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে ব্লক সভাপতিদের নামের তালিকা।
উত্তর-পূর্বের এই প্রতিবেশী রাজ্যে ঘাসফুল শিবিরের সংগঠন নতুন নয়। বেশ কয়েকবছর আগে থেকেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তা শুরু হয়েছিল। তিনি নিজে একাধিকবার অসম গিয়েছেন। সেখানে গিয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন। এছাড়া তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একাধিকবার অসমে গিয়ে সংগঠন দেখভাল করেছেন। লোকসভা ভোটের আগে সেখানকার সংগঠনকে জোরদার করতে একাধিক পদক্ষেপ করেছিলেন তৃণমূল নেতৃত্ব। লোকসভা ভোটে অসমের চার আসনে তৃণমূল প্রতিদ্বন্দ্বিতাও করে। কিন্তু জয় আসেনি।