স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৩ মার্চ : হরিয়ানায় কংগ্রেস নেত্রী হিমানি নারওয়াল হত্যাকাণ্ডে অবশেষে পুলিশের জালে এক অভিযুক্ত। হিমানির দেহ উদ্ধারের দুই দিন পর এক সন্দেহভাজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে সোমবার হরিয়ানা পুলিশের তরফে জানানো হয়েছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে রহস্যের জট খোলার চেষ্টা করছেন তদন্তকারীরা।
শনিবার রোহতকের বাসস্ট্যান্ডের ধারে পরিত্যক্ত নীল স্যুটকেস থেকে উদ্ধার হয় ২২ বছরের হিমানি নারওয়ালের মৃতদেহ। ওই তরুণীর হাতে ছিল মেহেন্দি, গলায় স্কার্ফ। তাঁর শরীরে নির্যাতনের চিহ্ন স্পষ্ট। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তরুণীকে শারীরিক ভাবে নিগ্রহ করা হয়েছে। তারপর শ্বাসরোধ করে খুন করা হয়েছে। প্রমাণ লোপাটের উদ্দেশে দেহটি সুটকেসে ভরে ফেলে দেওয়া হয়। ভারত জোড়ো যাত্রার সময় খোদ রাহুল গান্ধীর হাত ধরে হাঁটতে দেখা গিয়েছিল হরিয়ানা কংগ্রেসের দাপুটে নেত্রী হিমানিকে। তাঁর এই মর্মান্তিক মৃত্যু সাড়া ফেলে দেয় দেশে।