Saturday, March 15, 2025
বাড়িজাতীয়মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে প্রাণে মারার হুমকি !

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে প্রাণে মারার হুমকি !

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২০ ফেব্রুয়ারি : মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে প্রাণে মারার হুমকি। বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের বেশ কিছু থানায় ফোনে এবং ইমেল হুমকি দেওয়া হয়, শিণ্ডের গাড়ি উড়িয়ে দেওয়া হবে। হুমকি ফোন পাওয়ার পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর বাড়ি ও দপ্তরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। শুরু হয়েছে তদন্ত।

মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে গোরেগাঁও, জেজে মার্গ থানা এবং রাজ্যর সরকারের সদর দপ্তরের কন্ট্রোল রুমে ফোন আসে। এছাড়া ই-মেলেও হুমকি দেওয়া হয়, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের গাড়ি উড়িয়ে দেওয়া হবে। এর পর নিরাপত্তা বাড়ানো হয় শিণ্ডের। তাঁর দপ্তর এবং বাসভবনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ইতিমধ্যে পুলিশের তরফে জানানো হয়েছে, থানায় ফোন করে এবং ইমেলে ‘ভুয়ো’ হুমকি দেওয়া হয়েছিল। এর পরেও অবশ্য নিরাপত্তায় ফাঁক রাখা হচ্ছে না।

এর আগে একাধিক বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এছাড়াও গত এক বছরে রাজধানী দিল্লি-সহ দেশের একাধিক শহরের স্কুল বোমাতঙ্ক ছাড়ায় ‘ভুয়ো’ হুমকি ফোনে। তবে লাগাতার বোমাতঙ্কে জেরবার অবস্থা হয় বিমান ও বিমানবন্দরে। প্রায় শ-পাঁচেক বিমানে ভুয়ো বোমাতঙ্ক ছড়ানো হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য