Wednesday, March 19, 2025
বাড়িজাতীয়বছরে দুবার হবে CBSE দশম শ্রেণির পরীক্ষা, ২০২৬-এ আসছে নয়া নিয়ম!

বছরে দুবার হবে CBSE দশম শ্রেণির পরীক্ষা, ২০২৬-এ আসছে নয়া নিয়ম!

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৮ ফেব্রুয়ারি : পড়ুয়াদের উপর চাপ কমাতে এবার অভিনব পদক্ষেপ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই-র। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষা দুই বারে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের পাশাপাশি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সিবিএসই-র ২৬০টি স্কুলে লাগু হবে এই নিয়ম।

এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সম্প্রতি বৈঠকে বসে কেন্দ্র। যেখানে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পাশাপাশি উপস্থিত ছিলেন সিবিএসই কর্তারা। পাশাপাশি ছিলেন এনসিইআরটি, কেভিএস ও এনভিএস-এর সদস্যরা। সেখানেই এই সংক্রান্ত ড্রাফট প্রস্তুত করা হয়েছে। সূত্রের খবর, আগামী সোমবার তা জনসমক্ষে আনা হবে। এই বৈঠক সংক্রান্ত তথ্য এক্স হ্যান্ডেলে প্রকাশ্যে এনেছে সিবিএসই। যেখানে বলা হয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিদেশি স্কুলে সিবিএসই নয়া পাঠক্রম শুরু করার পাশাপাশি একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিবিএসই-র পাশাপাশি এক্স হ্যান্ডেলে এই বিষয়ে বার্তা দেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি লেখেন, ‘সিবিএসই বোর্ডের পরীক্ষা বছরে দুবার করার জন্য নয়া রণনীতি তৈরি করছি আমরা। পড়ুয়াদের উপর যাতে বাড়তি চাপ না পড়ে সেদিকে নজর রেখেই এই পরিকল্পনা। আমাদের লক্ষ্য পড়ুয়ারা চাপ মুক্ত হয়ে শেখার দিকে বেশি মনযোগ করে।’ কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘নয়া এই নীতি বোর্ডের পরীক্ষার ক্ষেত্রে এক বিরাট সংশোধন।’ এই বিষয়ে শিক্ষা মন্ত্রকের এক আধিকারিক জানান, আমাদের মূল উদ্দেশ্য পড়ুয়াদের চাপ কমানো তারা যাতে পরীক্ষার প্রবল চাপ কাটিয়ে শুধু সেখার দিকে মনযোগ দিতে পারে সেটাই আমাদের লক্ষ্য।

এমনটা যে হতে পারে গত জানুয়ারি মাসেই সেই আভাষ দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বার্তা দিয়েছিলেন, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সিবিএসই পরীক্ষা বছরে দুবার করা হবে। পাশাপাশি জাতীয় শিক্ষা নীতি (NEP)-এর প্রস্তাব অনুযায়ী একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা সেমিস্টারে করার বিষয়েও চিন্তাভাবনা করা হচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য