Monday, February 10, 2025
বাড়িজাতীয়অধিকার রক্ষা ও হিমাচল প্রদেশের ভালোর জন্য সর্বদা কাজ করেছে বিজেপি :...

অধিকার রক্ষা ও হিমাচল প্রদেশের ভালোর জন্য সর্বদা কাজ করেছে বিজেপি : নাড্ডা

কাংড়া, ২২ এপ্রিল (হি.স.) : অধিকার সুরক্ষিত করা ও হিমাচল প্রদেশের ভালোর জন্য সর্বদা কাজ করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শুক্রবার হিমাচল প্রদেশের কাংড়ার জনসভা থেকে বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। এদিন কাংড়ায় বিরাট রোড-শো করেন নাড্ডা। পরে একটি জনসভায় তিনি বলেছেন, “রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন, তাঁরা রাজ্যের বিশেষ ক্যাটাগরির মর্যাদা ফিরিয়ে নিয়েছিল। কিন্তু মোদীজি যখন প্রধানমন্ত্রী হন, তখন তিনি রাজ্যকে বিশেষ ক্যাটাগরির মর্যাদা প্রদান করেন। অধিকার সুরক্ষিত করা ও হিমাচল প্রদেশের ভালোর জন্য সর্বদা কাজ করেছে ভারতীয় জনতা পার্টি।”

কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে নাড্ডা বলেছেন, “কংগ্রেস দল বরাবরই হিমাচল প্রদেশের অধিকার কেড়েছে। হিমাচলের যা পাওয়া উচিত ছিল, তা কখনও দেওয়া হয়নি। এমনকি দেওয়া জিনিসটিও মুখের সামনে থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। বিজেপি সর্বদা হিমাচলের অধিকার রক্ষা করেছে এবং সর্বদা হিমাচলকে দিয়েছে, কখনও কিছু নেয়নি।” ইউক্রেনকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার প্রসঙ্গও এদিন উত্থাপন করেছেন নাড্ডা। তাঁর কথায়, “ইউক্রেন থেকে আমাদের নাগরিকদের ফিরিয়ে আনা হয়েছে, এমনকি পাকিস্তানের নাগরিকরা যুদ্ধক্ষেত্র থেকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য ভারতীয় পতাকা ব্যবহার করেছিল।” নাড্ডা এদিন বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের দেশের রাজনীতির সংস্কৃতি বদলে গিয়েছে। কংগ্রেস নেতারা শুধু পরিবারতন্ত্র, জাতপাত, সাম্প্রদায়িকতা, আঞ্চলিকতার কথা বলেন। কিন্তু প্রধানমন্ত্রী মোদীজি উন্নয়নকে এগিয়ে নিয়ে গিয়েছেন।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য