মুম্বই, ২২ এপ্রিল (হি. স.) : দোলাচল অব্যাহত শেয়ার বাজারে। শুক্রবার সূচকের পতন দিয়ে শেষ হল এই সপ্তাহের বেচা-কেনা।
শুক্রবার বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ৭১৪.৫৩ পয়েন্ট নেমে বন্ধ হয় ৫৭, ১৯৭.১৫ পয়েন্টে। অন্যদিকে, নিফটির সূচক ২২০.৬৫ পয়েন্ট নেমে বন্ধ হয় ১৭, ৭৭১ পয়েন্টে। সূচক পড়ে নিফটি ব্যাঙ্কেরও। নিফটি ব্যাঙ্কের শেয়ার ৭৭১.৩৫ পয়েন্ট নেমে বন্ধ হয় ৩৬, ০৪৪.৭৫ পয়েন্টে। ভারতের পাশাপাশি বিশ্বের অন্যান্য শেয়ারবাজারেও অব্যাহত ছিল দোলাচল।