Saturday, March 15, 2025
বাড়িজাতীয়তামিলনাড়ুর স্কুলে ছাত্রীকে ‘গণধর্ষণ’ ৩ শিক্ষকের

তামিলনাড়ুর স্কুলে ছাত্রীকে ‘গণধর্ষণ’ ৩ শিক্ষকের

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৬ ফেব্রুয়ারি : স্কুলে ৩ শিক্ষকের লালসার শিকার নাবালিকা ছাত্রী। বিদ্যালয় চত্বরেই তাকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। নারকীয় ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলায়। ইতিমধ্যেই পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তদের। হাসপাতালে ভর্তি নির্যাতিতা।

জানা গিয়েছে, তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলার বাসিন্দা ওই নাবালিকা এলাকারই একটি স্কুলে পড়ত। গত একমাস ধরে সে স্কুলে যাচ্ছে না। তাতে সন্দেহ হয় কর্তৃপক্ষের। এরপরই স্কুলের তরফে ছাত্রীর বাড়িতে যোগাযোগ করা হয়। তাতেই প্রকাশ্য়ে আসে গোটা ঘটনা। নাবালিকার মা জানান, স্কুলেরই তিন শিক্ষক তাঁর মেয়েকে ধর্ষণ করেছে। নাবালিকা অসুস্থ হয়ে পড়লে বাড়িতে বিষয়টা জানাজানি হয়। কিন্তু তারা ভয়ে পুলিশের দ্বারস্থ হতে পারেনি। নির্যাতিতার মায়ের কাছে বিষয়টা জানামাত্রই প্রিন্সিপাল পুলিশের দ্বারস্থ হওয়ার নির্দেশ দেন।

এরপরই থানায় লিখিত অভিযোগ করেন নির্যাতিতার মা। পকসো ধারায় মামলা রুজু করা হয়। এরপরই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি জানাজানি হতেই ব্য়াপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার পরিবার ও পরিজনরা। উল্লেখ্য, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা। স্কুলের তরফেও অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে খবর।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য