স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০২ ফেব্রুয়ারি : আবার বোমাতঙ্ক ছড়াল স্কুলে। এ বার গুজরাতের এক সেনা স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়েছে বলে খবর। ইমেলে স্পষ্ট ভাষায় লেখা, ‘‘বোমা মেরে স্কুল উড়িয়ে দেওয়া হবে!’’
গুজরাতের পোরবন্দরের একটি বাচ্চাদের স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়। ইমেল পাওয়ার পরেই বিষয়টি নিয়ে সতর্কতা অবলম্বন করেন স্কুল কর্তৃপক্ষ। যোগাযোগ করা হয় পুলিশের সঙ্গে। খবর পেয়ে স্কুলে আসে পুলিশ বাহিনী। সরকারি ভাবে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। পুলিশ জানিয়েছে, বোমা রাখার হুমকি ইমেল পাওয়ার পরেই আতঙ্ক ছড়ায় স্কুলে। তড়িঘড়ি পড়ুয়াদের স্কুল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তার পর স্কুলের বিভিন্ন জায়গায় তল্লাশি করা হয়। কিন্তু সন্দেহজনক কিছু মেলেনি। পুলিশের প্রাথমিক অনুমান, ভুয়ো হুমকি দিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা হয়েছিল। কে বা কারা বোমাতঙ্ক ছড়ানোর নেপথ্যে রয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।
চলতি বছরে এই নিয়ে শুধু গুজরাতের দুই স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে ইমেল পাঠানোর ঘটনা ঘটল। জানুয়ারিতে গুজরাতের বরোদার এক স্কুলে একই মর্মে বোমা হামলার হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়। যদিও তল্লাশি চালিয়ে সন্দেহজনক কোনও বস্তু মেলেনি। উল্লেখ্য, গত কয়েক মাসে একাধিক বার এমন ঘটনা ঘটেছে। ডিসেম্বরেই দিল্লির ৪০টি স্কুলে একই সঙ্গে বোমাতঙ্ক ছড়ায়। শুধু দিল্লি নয়, দেশের বিভিন্ন রাজ্যে এ ধরনের ঘটনা ঘটেছে। পুলিশ পুরোদমে ধরপাকড় শুরু করলেও এখনও হুমকিবার্তা আসা বন্ধ হয়নি।