Sunday, January 19, 2025
বাড়িজাতীয়বিজেপির সভাপতিও হতে চলেছেন মোদি-শাহের রাজ্যের নেতা?

বিজেপির সভাপতিও হতে চলেছেন মোদি-শাহের রাজ্যের নেতা?

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৬ ডিসেম্বরঃ বিজেপির সর্বভারতীয় সভাপতি পদের লড়াইয়ে নতুন নাম। গুজরাট প্রদেশ বিজেপির সভাপতি সিআর পাতিলকে বিজেপির সভাপতি পদে ভাবা হচ্ছে বলে সূত্রের খবর।
সি আর পাতিল। গুজরাটের বিজেপি সভাপতি পাতিল বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রীও। বিজেপির বর্তমান সভাপতি জেপি নাড্ডার মেয়াদ চলতি বছরেই শেষ হতে চলেছে। আগামী বছরের জানুয়ারি মাসে মকর সংক্রান্তির পরেই বিজেপির নতুন সভাপতির নাম ঘোষণা হবে বলে ঠিক রয়েছে।


সম্প্রতি লোকসভায় বিজেপি সভাপতিকে সামনের সারিতে বসানোর জন্য জায়গা খোঁজার কাজ চলছিল। পরবর্তী বিজেপি সভাপতি যে লোকসভার কোনও সাংসদই হতে চলেছেন, তা বিজেপির প্রথম সারির সূত্র থেকে শোনা গিয়েছে। পাতিলের নাম অবশ্য গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর থেকেই ভাসছিল। লোকসভা নির্বাচনেও গুজরাটে বিজেপি ২৬টি আসনের মধ্যে ২৫টি পেয়েছে। সেই কৃতিত্বও পাতিলের ঝুলিতে গিয়েছে। যা তাঁকে সভাপতি পদের দৌড়ে এগিয়ে রেখেছে বলেই মনে করা হচ্ছে। তাছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অমিত শাহর পছন্দের লোক বলেও পরিচিতি রয়েছে পাতিলের।


একটা সময় বিজেপি সভাপতি হওয়ার দৌড়ে শিবরাজ সিং চৌহান, মনোহরলাল খাট্টার, ভুপেন্দ্র যাদবদের নাম শোনা গিয়েছিল। পরে তাঁরা প্রত্যেকেই কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন। বিজেপিতে অঘোষিত নীতি বলে, দলের সংগঠনে বড় পদের কেউ মন্ত্রিসভায় থাকেন না। সেই সূত্র মেনে সভাপতি পদ ছাড়তে হয়েছিল অমিত শাহকেও। সি আর পাতিলও এই মুহূর্তে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। সভাপতি হতে হলে তাঁকেও মন্ত্রীপদ ছাড়তে হতে পারে বলে মনে করা হচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য