স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৬ নভেম্বর: উত্তরপ্রদেশের ঝাঁসি মেডিক্যাল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড। মৃত অন্তত ১০ শিশু। অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। হাসপাতাল চত্বরে ভয়ানক আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যার ফলে পদপিষ্ট হওয়ার ঘটনাও ঘটেছে বলে জানা যাচ্ছে।
ঝাঁসির জেলাশাসক অভিনাশ কুমার জানিয়েছেন, শুক্রবার ১০টা ৩৫ নাগাদ মহারানি লক্ষ্মীবাই মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন লাগে। শর্ট সার্কিটের ফলে শিশুবিভাগের দুটি ইউনিটে আগুন লাগে বলে মনে করা হচ্ছে। অধিকাংশ শিশুকে উদ্ধার করা গেলেও অন্তত ১০ শিশু মারা গিয়েছে বলে জানা যাচ্ছে।
ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদেরও দেখা যায় উদ্ধারকার্যে এগিয়ে আসতে। জানলা থেকে তারা রোগীদের উদ্ধার করেন। পরে সেখানে ফায়ার ব্রিগেডের কর্মীরা এসে পৌঁছন। ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্মীরাও উদ্ধারকার্যে হাত লাগান। এরই মধ্যে প্রকাশ্যে আসে এক সন্তানহারা মহিলার আর্ত চিৎকার।
এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিত নিজের এক্স হ্যান্ডেলে শোকবার্তা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি লিখেছেন, “ঝাঁসি জেলার মেডিক্যাল কলেজের NICU ওয়ার্ডে আগুন লেগে শিশুমৃত্যুর ঘটনা হৃদয়বিদারক ও মর্মান্তিক। জেলা প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চালাতে।”