Thursday, November 21, 2024
বাড়িজাতীয়ফের হিংসায় জ্বলছে মণিপুর, নতুন করে ৬ থানায় জারি ‘আফস্পা’

ফের হিংসায় জ্বলছে মণিপুর, নতুন করে ৬ থানায় জারি ‘আফস্পা’

স্যন্দন ডিজিটাল ডেস্ক। ১৫ নভেম্বর :  নতুন করে অশান্তি ছড়িয়েছে মণিপুরে। এই পরিস্থিতিতে হিংসা বিধ্বস্ত এলাকায় ফের নতুন করে সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন ‘আফস্পা’ লাগু করল কেন্দ্র সরকার। বেশ কয়েকটি নতুন জায়গায় নিরাপত্তাবাহিনীকে রক্ষা করার জন্য এই আইন আরোপ করা হয়েছে।

৬টি থানায় এই আইন লাগু করা হয়েছে। এই অঞ্চলগুলির মধ্য রয়েছে জিরিবাম, যেখানে সোমবার ১০ জন কুকি জঙ্গি নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। মেইতেই সম্প্রদায়ের তিনজন মহিলা-সহ তিনজন শিশুকে অপহরণের অভিযোগ উঠেছিল। এর আগে মণিপুরের ১৯টি থানা এলাকা আফস্পার অধীনে ছিল না, কারণ সেগুলিকে শান্তিপূর্ণ হিসাবে বিবেচনা করা হত।

হিংসার সাম্প্রতিক বাড়বাড়ন্তের পরে বিতর্কিত আইনটি আরও ছ’টি থানায় বলবৎ করা হল। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিম ইম্ফলের সেকমাই ও লামসাং, পূর্ব ইম্ফলের লামলাই, বিষ্ণুপুরের মইরাং, কাংপোকপির লেইমাখং এবং জিরিবাম থানা এলাকায় নতুন করে আফস্পা চালু করা হয়েছে। গত মাসের শুরুতেই মণিপুরের অন্যান্য এলাকায় আফস্পার মেয়াদ ৬ মাসের জন্য বাড়ানো হয়েছিল।

সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন ‘আফস্পা’ তোলার দাবিতে মণিপুরে ইরম শর্মিলা চানুর অনশনের কথা সবার জানা। কিন্তু সেই আইনের বলেই মণিপুরে শান্তি ফেরাতে মরিয়া কেন্দ্র। এর আগে স্থানীয়দের বিক্ষোভ, বিরোধীদের কটাক্ষ উড়িয়ে গত বৃহস্পতিবার নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশের বেশ কয়েকটি জেলায় আফস্পার মেয়াদ বাড়িয়েছিল কেন্দ্র।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য