Monday, January 20, 2025
বাড়িজাতীয়নিজের সব স্মারক-উপহার সামগ্রী নিলামে তুলছেন মোদি ।

নিজের সব স্মারক-উপহার সামগ্রী নিলামে তুলছেন মোদি ।

স্যন্দন ডিজিটাল ডেস্ক।  ২০ সেপ্টেম্বর : গত এক বছরে নিজের পাওয়া সব ‘স্মারক’ এবং উপহার নিলামে তুলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রতিবছরই এই ধরনের নিলাম করে থাকেন প্রধানমন্ত্রী। এবার সেই নিলাম প্রক্রিয়া শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী জানান, “প্রতি বছরই বিভিন্ন অনুষ্ঠান ও সভায় পাওয়া স্মারকগুলি নিলামে তুলি। সেই অর্থ নমামি গঙ্গে প্রকল্পে দান করা হয়। এ বছরও সেই নিলাম শুরু হয়েছে। আপনাদের যেটা ইচ্ছা বেছে নিন।” জানা গিয়েছে, ১৭ সেপ্টেম্বর থেকেই নিলাম শুরু হয়ে গিয়েছে। চলবে ২ অক্টোবর গান্ধী জয়ন্তী পর্যন্ত। ওয়েবসাইটে নাম লিখিয়ে যে কেউ এই সামগ্রী কিনতে পারেন। 

নিলাম থেকে প্রাপ্ত পুরো টাকাটা যাবে নমামি গঙ্গে প্রকল্পে। গঙ্গার দূষণ রোধে এই নমামি গঙ্গে প্রকল্প শুরু করেছিলেন মোদি। ২০০৯ সালে ইউপিএ সরকার যে মিশন গঙ্গা প্রকল্পে চালু করেছিল, পরবর্তী কালে সেটিকেই নমামি গঙ্গে নাম দেন মোদি। সেই প্রকল্পের অধীনে উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশে বিরাট বিনিয়োগ করেছে কেন্দ্র। মোট ২০ হাজার কোটি বরাদ্দের অর্ধেকের বেশি খরচ হয়েছে ইতিমধ্যেই। প্রধানমন্ত্রীর পাওয়া উপহার সামগ্রী নিলাম করে ওঠা অর্থ যাবে সেই প্রকল্পেই।

নিজের সঞ্চিত অর্থ ও ব্যক্তিগত সামগ্রীর নিলাম থেকে গত কয়েক বছরে একাধিক জনকল্যাণমূলক প্রকল্পে অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। এবছরও ব্যতিক্রম হচ্ছে না। এই অনলাইন নিলামে ৬০০-রও বেশি স্মারক রয়েছে, যেগুলি প্রধানমন্ত্রী বিভিন্ন সভা ও সমাবেশে উপহারস্বরূপ পেয়েছেন। এর মধ্যে রয়েছে নানা ভাস্কর্য, চিত্র, দেশীয় শিল্পনিদর্শন থেকে শুরু করে ২০২৪ প্যারা অলিম্পিকে অংশ নেওয়া অ্যাথলিটদের নানা স্মারকও।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য