নয়াদিল্লি, ৩০ মার্চ (হি.স.) : কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। বুধবার এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সরকারি কর্মচারীদের ডিএ বা মহার্ঘভাতা ৩ শতাংশ হারে বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা ৩১ শতাংশ থেকে বেড়ে ৩৪ শতাংশ হল। পেট্রোল, ডিজেল থেকে শুরু করে সমস্ত রকম জ্বালানির খরচ বাড়ছে। তা নিয়ে মধ্যবিত্ত, চাকরিজীবীদের উষ্মাও বাড়ছে পাল্লা দিয়ে। এহেন পরিস্থিতিতে বুধবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ তথা মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার। মন্ত্রিসভার অর্থ বিষয়ক কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ৩ শতাংশ ডিএ বাড়বে।
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীর সংখ্যা প্রায় ৫০ লক্ষ। সেই সঙ্গে ৬৫ লক্ষ পেনশনভোগী রয়েছেন। কেন্দ্রের এই ঘোষণায় তাঁদের কিছুটা সুরাহা হবে বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বছরে দু’বার ডিএ বাড়ানো হয়। কিন্তু কোভিডের কারণে মাঝে প্রায় দেড় বছর ডিএ বাড়েনি। তার পর গত বছর জুলাইয়ে ডিএ ১৭ শতাংশ থেকে বাড়িয়ে ২৮ শতাংশ করা হয়েছিল। এ বার তা বাড়িয়ে ৩১ শতাংশ করল কেন্দ্র।
কেন্দ্র ডিএ বাড়ানোর ফলে বাংলায় রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে এ ব্যাপারে আগ্রহ বাড়বে বলেই মনে করছেন অনেকে। এমনিতেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে ক্ষোভের শেষ নেই। কেন্দ্রের ঘোষণার পর নবান্নের উপর তাই চাপ বাড়তে পারে।