স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩১ জুলাই ২০২৪ :- ইউপিএসসির নতুন চেয়ারপার্সন হলেন প্রীতি সুদান। কয়েকদিন আগেই ইস্তফা দিয়েছিলেন মনোজ সোনি । এবার সেই পদেই অভিষিক্ত হলেন প্রীতি। প্রসঙ্গত, ১৯৮৩ ব্যাচের এই আইএএস অফিসার প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব। ১ আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার থেকে তিনি নতুন পদের দায়িত্ব নেবেন।
কয়েকদিন আগেই ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে ইউপিএসসির চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দেন মনোজ সোনি। ২০২৯ সালের মে মাসে তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তার বহু আগেই তিনি সরে দাঁড়ানোয় বিতর্ক তুঙ্গে ওঠে। বিশেষ করে শিক্ষানবিশ আমলা পূজা খেদকারকে ঘিরে বিতর্কের আবহে এই ইস্তফা ঘিরে গুঞ্জন তৈরি হয়, ওই বিতর্কের জেরেই কি সরে গেলেন মনোজ? তবে সেই বিতর্কের সঙ্গে যে মনোজ সোনির পদত্যাগের কোনও সম্পর্ক নেই, সেই দাবি করেছে দপ্তরের সূত্র।
২০২৩ সালের মে মাসে ইউপিএসসি বোর্ডের দায়িত্ব নেন মনোজ। তবে ২০১৭ সাল থেকেই তিনি বোর্ডে ছিলেন। তার আগে গুজরাটের দুটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করেন অন্তত ৯ বছর। এর মধ্যে বরোদার মহারাজা সওয়াজিরাও বিশ্ববিদ্যালয়ে তিনি উপাচার্য হিসাবে আসেন ২০০৫ সালে। তিনিই ছিলেন দেশের সবচেয়ে কমবয়সি উপাচার্য। এহেন মনোজের ইস্তফার পর তাঁর স্থলাভিষিক্ত হলেন প্রীতি। তাঁর নাম প্রস্তাব করে এইপিএসসি সচিব শশীরঞ্জন কুমারকে চিঠি দেন সংগঠনের অতিরিক্ত সচিব মনোজকুমার দ্বিবেদী। এই প্রস্তাবে রাষ্ট্রপতির সবুজ সংকেতের পরই নিশ্চিত হয় প্রীতির নিয়োগ। জানা গিয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অথবা ২০২৫ সালের ২৯ এপ্রিল পর্যন্ত এই পদে থাকবেন তিনি।
এদিকে মনোজকুমার দ্বিবেদীর চিঠি থেকে জানা যাচ্ছে মনোজ ৪ জুলাই ইস্তফা দিলেও তাঁর পদত্যাগপত্র রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু গ্রহণ করেছেন বুধবার, ৩১ জুলাই।