Friday, November 22, 2024
বাড়িজাতীয়বাজেট অধিবেশনের আগে সর্বদল বৈঠকে বিরোধীদের বিশেষ বার্তা সরকারের, কী বললেন রাজনাথ...

বাজেট অধিবেশনের আগে সর্বদল বৈঠকে বিরোধীদের বিশেষ বার্তা সরকারের, কী বললেন রাজনাথ সিংহ

স্যন্দন ডিজিটেল ডেস্ক,   ২১ জুলাই ২০২৪  :-  সংসদে অধিবেশন চলাকালীন যখন কোনও সহকর্মী বক্তৃতা করবেন, তখন বাকি সাংসদেরা যেন বাধা না দেন। রবিবার সর্বদল বৈঠকে সকলকে সেই বার্তাই দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। শুধু তা-ই নয়, অধিবেশন চলাকালীন সকলকে সংযত থাকার উপদেশ দিয়েছেন

তিনি।সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। তার আগে রবিবার সংসদে সর্বদল বৈঠক ডেকেছিল সরকার পক্ষ। তৃণমূল ছাড়া সব বিরোধী দলই উপস্থিত ছিল রবিবারের বৈঠকে। সেই বৈঠকে সভাপতিত্ব করেন রাজনাথ। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজেজু। সেখানেই তাঁকে জিজ্ঞাসা করা হয় বৈঠকে কী কথা হয়েছে। তাঁর উত্তরে কিরেন বলেন, ‘‘প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ আবেদন করে বলেছেন, আমরা গণতন্ত্রকে শক্তিশালী করতে বদ্ধ পরিকর। যখন কোনও সদস্য সংসদে কথা বলেন, তখন আমাদের হস্তক্ষেপ করা এবং বাধা দেওয়া উচিত নয়।’’

সেই কথা বলতে গিয়ে রাজনাথ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রসঙ্গ টেনে এনেছেন। মোদীর নেতৃত্বে নতুন সরকার গঠনের পর সংসদে বিশেষ অধিবেশন হয়েছিল। সেই সময় মোদীর ভাষণের সময় লোকসভা এবং রাজ্যসভায় বিরোধীরা হইহট্টগোল করেন। মোদীকে বার বার বাধা দেওয়া হয়। রবিবারের বৈঠকে সেই উদাহরণকে সামনে রেখে রাজনাথ বলেন, ‘‘সংসদীয় গণতন্ত্রের জন্য ভাল নয়। প্রধানমন্ত্রী যখন কথা বলেন, তখন সেটা সংসদ এবং দেশের শোনা উচিত।’’

কিরেন বিরোধী দলগুলির নেতাদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘‘আমরা সমস্ত নেতার পরামর্শ নিয়েছি। সংসদকে সুষ্ঠু ভাবে পরিচালনা করার দায়িত্ব সরকার এবং বিরোধী দল— উভয়েরই।’’ রবিবারের বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের জয়রাম রমেশ, কে সুরেশ, মিমের আসাউদ্দিন ওয়েইসি, আরজেডির অভয় কুশওয়হা, আপের সঞ্জয় সিংহ, সমাজবাদী পার্টির রামগোপাল বর্মা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য