Monday, August 11, 2025
বাড়িজাতীয়দাউদাউ গরমে পুড়ছে দিল্লি, নয়ডা! মৃত্যু ১৫ জনের

দাউদাউ গরমে পুড়ছে দিল্লি, নয়ডা! মৃত্যু ১৫ জনের

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৯ জুন :  শুধু গরম বললে ভুল বলা হবে, গোটা উত্তর ভারত যেন উনুনে বসানো তপ্ত কড়াই! আর সেই কড়াইয়ে কার্যত ভাজা ভাজা অবস্থা সেখানকার বাসিন্দাদের। তীব্র দাবদাহে পুড়ছে দিল্লি ও নয়ডা । গত ৭২ ঘণ্টায় রাজধানীতে গরমের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন ৫ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টাতেই নয়ডায় মারা গিয়েছেন অন্তত ১০ জন। গরমে অসুস্থ আরও বহু মানুষ।

জানা গিয়েছে, হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন দিল্লির দহনে মৃত মানুষরা। তিনটি হাসপাতাল থেকে আক্রান্তদের মৃত্যুর কথা জানা গিয়েছে। দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতাল, সফদরজং হাসপাতাল- দুটিতেই একজন করে মারা গিয়েছেন। অন্যদিকে লোকনায়ক হাসপাতালে তিনজনের মৃত্যুর খবর সামনে এসেছে। রামমনোহর লোহিয়া হাসপাতালে এখনও ৩৬ জন ভর্তি রয়েছেন। একই ভাবে নয়ডায় গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে।
মৃতদের অধিকাংশই হিটস্ট্রোকের পাশাপাশি ইলেকট্রোলাইট ডেফিসিয়েন্সি অর্থাৎ শরীরে ধাতুর অভাবের মতো সমস্যাতেও আক্রান্ত হয়েছিলেন। পাশাপাশি তাঁদের শরীরের তাপমাত্রা ১০৫ ডিগ্রি ফারেনহাইটকেও ছাপিয়ে গিয়েছিল। প্রবল ডিহাইড্রেশনেরও শিকার হয়েছিলেন তাঁরা।

প্রসঙ্গত, কেবল দিনের বেলা নয় রাতেও দিল্লির তাপমাত্রা থাকছে খুব বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ভেঙেছে গত ১২ বছরের রেকর্ড। ২০১২ সালের জুনে গড়ে ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই ছিল এযাবৎকালের রেকর্ড। সেই রেকর্ড ভেঙে গিয়েছে। বুধবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রাই ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস।

তবে এহেন পরিস্থিতিতে আশ্বাস দিচ্ছে আবহাওয়ার পূর্বাভাস। হাওয়া অফিস জানিয়েছে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই পশ্চিমী ঝঞ্ঝার কারণে দিল্লি ও পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টি হতে পারে। ফলে মিলতে পারে স্বস্তি। তবে তা সাময়িক বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!