নয়াদিল্লি, ১৪ মার্চ (হি.স.) : লোকসভার স্পিকার ওম বিড়লা সোমবার লোকসভায় অস্ট্রিয়ার জাতীয় পরিষদের সভাপতি উলফগ্যাং সোবোটকার নেতৃত্বে অস্ট্রিয়ার একটি সংসদীয় প্রতিনিধি দলকে স্বাগত জানিয়েছেন।
বিড়লা বলেছেন, “অস্ট্রিয়ার সংসদ সদস্যরা ১৩ মার্চ ভারতে এসেছেন এবং ইতিমধ্যেই আগ্রা সফর করেছেন। তারা ১৭ মার্চ অস্ট্রিয়ায় ফিরে যাওয়ার আগে হায়দরাবাদে যাবেন।”অস্ট্রিয়ার সংসদ সদস্যরা রবিবার বিশ্বের সপ্তাশ্চর্যের একটি তাজমহল পরিদর্শন করেন এবং প্রাচীন স্মৃতিসৌধের সৌন্দর্যের প্রশংসা করেছেন।
“এটি একটি বিস্ময়কর জায়গা, একটি বিস্ময়কর জায়গা, একটি প্রাচীন স্মৃতিস্তম্ভ। একটি মহান কাজ,” প্রতিনিধি দলের একজন সদস্য বলেন। প্রতিনিধি দলকে ভারতের পক্ষ থেকে উপহার হিসেবে তাজমহলের ক্ষুদ্রাকৃতি উপহার দেওয়া হয়।