স্যন্দন ডিজিটেল ডেস্ক,১৬ এপ্রিল : সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা কাশ্মীরে । যাত্রীবোঝাই নৌকা উলটে গেল ঝিলম নদীতে। ইতিমধ্যেই জলে ডুবে চার জনের মৃত্যুর খবর মিলেছে। আরও বেশ কয়েকজন নদীতে তলিয়ে গিয়েছেন বলেই আশঙ্কা। আপাতত উদ্ধারকাজে নেমেছে কাশ্মীরের বিপর্যয় মোকাবিলা বাহিনী।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে খবর, এদিন নৌকায় চেপেছিলেন বহু যাত্রী। তাঁদের মধ্যে একটা বড় অংশই ছিল পড়ুয়া। মূলত দশম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা ছিলেন ওই নৌকায়। ঝিলম নদীতে আচমকাই নৌকাটি উলটে যায়। ডুবে যান যাত্রীরা। গান্দওয়াল নৌগাম এলাকার এই ঘটনার খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে।
ভোরবেলা নৌকাডুবির খবর পেয়েই উদ্ধারকাজে নেমে পড়ে বিপর্যয় মোকাবিলা বাহিনী। শেষ পাওয়া খবর অনুযায়ী, ঝিলম নদীতে ডুবে যাওয়া চারজনের দেহ উদ্ধার হয়েছে। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও সাতজনকে। তার মধ্যে তিনজনকে ভরতি করা হয়েছে হাসপাতালে। এখনও চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। তবে এখনও তল্লাশি চলছে ঝিলম নদীর বিস্তীর্ণ এলাকাজুড়ে।
তবে ডুবে যাওয়া নৌকাটিতে মোট কতজন যাত্রী ছিলেন, তা এখনও জানা যায়নি। কতজন ডুবে গিয়েছেন, সেই সংখ্যাও জানা যায়নি। তবে এখনও অনেকজন নিখোঁজ বলেই মত আধিকারিকদের। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে একনাগাড়ে বৃষ্টি চলছে কাশ্মীর জুড়ে। বেশ কিছু এলাকায় চলছে তুষারপাতও। তার জেরে ঝিলম-সহ বেশ কিছু নদীতে জলস্তর বেড়েছে। এবার বড়সড় বিপত্তি নদীতে।