Monday, March 17, 2025
বাড়িজাতীয়জোট বা তৃতীয় ফ্রন্টের সঙ্গে নেই জল্পনা উড়িয়ে জানিয়ে দিলেন মায়াবতী

জোট বা তৃতীয় ফ্রন্টের সঙ্গে নেই জল্পনা উড়িয়ে জানিয়ে দিলেন মায়াবতী

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৯ মার্চ : লোকসভা নির্বাচনে তাঁর দল যে ‘একা’ লড়বে তা আগেই ঘোষণা করেছিলেন বহুজন সমাজবাদী পার্টির নেত্রী মায়াবতী। তবে তার পরও জাতীয় রাজনীতির অন্দরে মায়াবতীকে নিয়ে জল্পনা ছিলই। রাজনৈতিক মহলের অনেকেই দাবি করেছিলেন শেষ পর্যন্ত বিএসপি জোট সঙ্গী হয়েই ভোটে লড়বে। শনিবার সেই জল্পনার অবসান ঘটালেন মায়াবতী। তিনি স্পষ্ট করেন, ‘‘জোটের সঙ্গে বিএসপির হাত মেলানোর খবর সম্পূর্ণ মিথ্যে এবং ভুয়ো।’’

উত্তরপ্রদেশে বিজেপির মোকাবিলায় অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টির সঙ্গে ‘হাত’ মিলিয়েছে কংগ্রেস। তবে ‘জোট’ নিয়ে কম টানাপড়েন হয়নি দু’দলের মধ্যে। আসন রফা করতে একাধিক বৈঠক হয় দু’দলের নেতৃত্বের মধ্যে। শেষ পর্যন্ত কংগ্রেস এবং এসপি-র মধ্যে আসন রফা চূড়ান্ত হয়। সেখানে দেখা যায়, বিএসপি-র জন্য কোনও জায়গায়ই রাখেনি কংগ্রেস এবং এসপি। তখনই বোঝা গিয়েছিল, জোটের সঙ্গে থাকছেন না মায়াবতী।

শনিবার আরও এক বার জোট জল্পনা ওড়ালেন বিএসপি সুপ্রিমো। তিনি এক্স হ্যান্ডলে পোস্ট করে বলেছেন, ‘‘লোকসভা ভোটের জন্য বিএসপি সম্পূর্ণ প্রস্তুত। পূর্ণ শক্তি দিয়ে লড়াই করবে। এ হেন পরিস্থিতিতে, কোনও নির্বাচনী জোট বা তৃতীয় ফ্রন্ট গঠন করার খবর পুরো ভুল।’’


তিনি আরও লেখেন, ‘‘উত্তরপ্রদেশে বিএসপি প্রবল শক্তি নিয়ে একা লড়ার কারণে বিরোধীরা ভয় পেয়েছে। সেই জন্যই তারা প্রতি দিন কোনও না কোনও গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা চেষ্টা করছে। কিন্তু বহুজন সম্প্রদায়ের স্বার্থে, বিএসপি একা লড়ার সিদ্ধান্তে অটল।’’

উল্লেখ্য, বহু রাজনৈতিক নেতাই বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’তে মায়াবতীকে যুক্ত করানোর চেষ্টা করেছিলেন। উত্তরপ্রদেশে কংগ্রেসের দায়িত্বে থাকা নেতা অবিনাশ পান্ডে গত মাসেই জানিয়েছিলেন, লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ‘ঐক্যবদ্ধ’ লড়াইয়ের জন্য ‘ইন্ডিয়া’তে বিএসপি-র জন্য দরজা খোলা রয়েছে। কিন্তু মায়াবতী সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। একাধিক বার তিনি দাবি করেছেন যে, তিনি কোনও জোটের সঙ্গে নেই। শনিবার আরও এক বার নিজের এবং তাঁর দলের অবস্থান স্পষ্ট করলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য