নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (হি.স.): সমস্ত দেশবাসী যখন দেশের কল্যাণের কথা চিন্তা করবে তখনই একটি শক্তিশালী সমাজ গড়ে উঠবে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, সমাজের মানসিকতা যেমন হয়, শাসনব্যবস্থায় আমরা একই আভাস দেখতে পাই। প্রধানমন্ত্রী মোদী সোমবার বিকশিত ভারত @ ২০৪৭ : ভয়েস অফ ইয়ুথ-এর সূচনা করেছেন। ভার্চুয়ালি এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা রয়েছে ব্যক্তিত্ব বিকাশে, আর ব্যক্তিত্ব বিকাশের মাধ্যমেই দেশ গড়ে ওঠে!বর্তমান যে যুগে ভারত রয়েছে, এই সময়ে ব্যক্তিত্ব বিকাশের অভিযান অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।”
প্রধানমন্ত্রী আরও বলেছেন, “এখন প্রতিটি ব্যক্তি, প্রতিটি প্রতিষ্ঠান এবং প্রতিটি সংস্থাকে এই অঙ্গীকার নিয়ে এগিয়ে যেতে হবে যে আমি যা করি তা হবে বিকশিত ভারতের জন্য। আপনাদের লক্ষ্য, আপনাদের অঙ্গীকার শুধুমাত্র উন্নত ভারতের জন্য হওয়া উচিত।” মোদীর কথায়, “যুবশক্তি পরিবর্তনের এজেন্ট এবং পরিবর্তনের উপকারী উভয়ই। এখন যে সমস্ত তরুণ বন্ধু কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আছেন, আগামী ২৫ বছর তাঁদের ক্যারিয়ারও নির্ধারণ করতে চলেছে।”
মোদী বলেছেন, ‘জন ভাগিদারি’ এমন একটি মন্ত্র যার মাধ্যমে সবচেয়ে বড় সংকল্পও সম্পন্ন করা যায়। ‘ডিজিটাল ইন্ডিয়া’ হোক, ‘লোকাল ফর ভোকাল’ অথবা স্বচ্ছ ভারত অভিযান, আমরা সবাই ‘সবকা প্রয়াস’-এর শক্তি দেখেছি!