নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.) : সাধারণতন্ত্রের উদযাপন নিয়ে নয়া সিদ্ধান্তের পথে কেন্দ্র। ২৪ জানুয়ারির পরিবর্তে এবার থেকে ২৩ জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন থেকেই শুরু হবে সাধারণতন্ত্র দিবস উদযাপন। এর আগে নরেন্দ্র মোদী সরকার সুভাষ চন্দ্র বসুর জন্মদিনটিকে পরাক্রম দিবস হিসেবে পালন শুরু করে।
জানা গিয়েছে, বিশ্বের সামনে ভারতের সমৃদ্ধশালী সংস্কৃতি ও দেশের রত্নখচিত ইতিহাসকে তুলে ধরতে সাধারণতন্ত্রের মত দেশের বিশেষ দিনগুলি উদযাপনে জোর দিচ্ছে মোদী সরকার। কেন্দ্র সারা দেশে নেতাজি সুভাষ চন্দ্র বসুর সঙ্গে যুক্ত সাইটগুলিকে প্রচার করার পরিকল্পনা তৈরি করেছে ৷সেই মতোই এবছর ২৩ জানুয়ারি থেকেই প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শুরুর পরিকল্পনা। এতদিন ২৪ জানুয়ারি রাত থেকে শুরু হত সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান। প্রসঙ্গত, এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার নেতাজির জন্মজয়ন্তীকে পালন করে পরাক্রম দিবস নামে।