Tuesday, January 14, 2025
বাড়িজাতীয়নতুন সংসদ ভবন উদ্বোধন রাষ্ট্রপতির হাত ধরে চাই, জনস্বার্থ আবেদনের আর্জি খারিজ...

নতুন সংসদ ভবন উদ্বোধন রাষ্ট্রপতির হাত ধরে চাই, জনস্বার্থ আবেদনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে



নয়াদিল্লি, ২৬ মে (হি.স.) : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে দিয়ে সংসদের নতুন ভবন উদ্বোধন করানোর জনস্বার্থ আবেদনটি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি জেকে মাহেশ্বরী এবং পিএস নরসিমাকে নিয়ে গঠিত শীর্ষ আদালতের অবসরকালীন বেঞ্চ আবেদনটি শুনলেনই না। বিচারপতি নরসিমা আবেদনকারীকে শুক্রবার জানিয়ে দেন, আমরা বুঝতে পারছি না আপনি কেন এ ধরনের আবেদন নিয়ে এসেছেন? সংবিধানের ৩২ ধারা অনুযায়ী আমরা এই আর্জি শুনতে আগ্রহী নই।

বৃহস্পতিবার নতুন সংসদ ভবন উদ্বোধনের বিতর্কের জল গড়ায় সুপ্রিম কোর্টে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যাতে নতুন সংসদ ভবন উদ্বোধন করেন, সে বিষয়ে লোকসভার সচিবালয়কে নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে। আইনজীবী সিআর জয়া সুকিন আবেদনে বলেন, গত ১৮ মে লোকসভার সচিবালয়ের পক্ষ থেকে জারি করা বিবৃতি এবং নতুন সংসদ ভবনের উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে লোকসভার সাধারণ সচিবের আমন্ত্রিতদের তালিকা সংবিধান অমান্যকারী। রাষ্ট্রপতি হলেন দেশের প্রথম নাগরিক। সংসদের প্রধান। দেশের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভারতের রাষ্ট্রপতির নামে নেওয়া হয়। সংসদের দুই কক্ষ এবং ভারতের রাষ্ট্রপতি হলেন আইনসভার শীর্ষ ক্ষমতার অধিকারী। রাষ্ট্রপতির হাতেই সংসদ ডাকা ও মুলতুবির ভার দিয়েছে সংবিধান। সংবিধানের ৭৯ নম্বর ধারা উল্লেখ করে আবেদনে আরও দাবি করা হয়েছে, রাষ্ট্রপতি সংসদের অবিচ্ছেদ্য অংশ। সেহেতু উদ্বোধন অনুষ্ঠান থেকে তাঁকে দূরে সরিয়ে রাখা যায় না। আবেদনকারীর মতে, এটা লোকসভার সচিবালয়ের অসদাচরণের লক্ষণ। সে কারণে সর্বোচ্চ আদালতের কাছে রাষ্ট্রপতিকে দিয়ে নতুন ভবনের উদ্বোধন করানোর নির্দেশ জারির আর্জি জানানো হয়েছে।

উল্লেখ্য, আগামী ২৮ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন সংসদ ভবন উদ্বোধন করার কথা। যা নিয়ে বেশ কয়েকদিন ধরেই বিতর্কের জলঘোলা হচ্ছে রাজধানীর রাজনৈতিক মহলে। ২০টি বিরোধী দল ইতিমধ্যেই উদ্বোধন অনুষ্ঠান বয়কট করার জানিয়ে দিয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য