চেন্নাই, ১৩ মে (হি.স.): কর্ণাটকে কংগ্রেসের জয়ের পরই ২০২৪-এ একজোট হয়ে লড়াইয়ের বার্তা ডিএমকে প্রধান তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের। ”কর্ণাটকের এই রায় অনৈতিক ভাবে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে বিরোধী দলগুলির বিরুদ্ধে অপব্যবহারের প্রতিবাদে এই রায়।” টুইটে লিখেছেন স্ট্যালিন।
স্ট্যালিন আরও লেখেন, হিন্দি চাপিয়ে দেওয়া এবং লাগামছাড়া দুর্নীতির বিরুদ্ধে কর্ণাটকের এই রায়, এখন ২০২৪-এ গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং সাংবিধানিক মর্যাদা রক্ষায় সবাইকে এক হতে হবে”।