নয়াদিল্লি, ১২ মে (হি.স.) : আদানি কাণ্ডের তদন্তে সেবিকে বাড়তি ৬ মাস সময় দিতে রাজি হল না সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালত জানিয়েছে, তদন্তের জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি)কে বাড়তি ৩ মাস সময় দেওয়া যেতে পারে।
আদানি কাণ্ডের তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল সেবি। গত এপ্রিল মাসে সেই আবেদন করেছিল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। শুক্রবার সেই আবেদনের শুনানির সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পিএস নরসিমহা এবং বিচারপতি জেবি পারদিওয়ালার বেঞ্চ বলেছে, আদালতের রেজিস্ট্রি এই বিষয়ে সুপ্রিম কোর্ট-নিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতি এএম সাপ্রে কমিটির রিপোর্ট পেয়েছে। সেই রিপোর্ট বিবেচনা করার পরে সোমবার ১৫ মে বিষয়টি শোনা হবে। তিন বিচারপতির বেঞ্চ বলেছে ‘আমরা এই সময়ের মধ্যে প্রতিবেদনটি দেখব।’
এদিন আদালত সেবির পক্ষে উপস্থিত সলিসিটর জেনারেল তুষার মেহতাকে জানিয়ে দেয়, আদানি কান্ডের তদন্তের জন্য বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবিকে ৬ মাসের পরিবর্তে ৩ মাস সময় দেওয়া হতে পারে।