নয়াদিল্লি, ১২ মে (হি.স.) : দিল্লি সরকারের হাতে আমলাদের বদলির ক্ষমতা দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই ঐতিহাসিক নির্দেশের ২৪ ঘন্টা যেতে না যেতে শুক্রবার আপ সরকার সুপ্রিম কোর্টে অভিযোগ জানাল, আমলা বদলিতে কেন্দ্র সহযোগিতা করছে না বলে।
দিল্লির আপ সরকার পরিষেবা দফতরের সচিব আশিস মোরেকে শুক্রবার সরিয়ে দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও কেন্দ্র তাঁকে ছাড়তে চাইছে না বলে অভিযোগ আপ সরকারের। শুক্রবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে আম আদমি পার্টি আবেদন জানিয়ে বলেছে, পরিষেবা দফতরের সচিব আশিস মোরেকে সরানোর ব্যাপারে কেন্দ্রীয় সরকার পদক্ষেপ করছে না। শুক্রবার সুপ্রিম কোর্টে দিল্লি সরকারের হয়ে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি ভারতের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের সামনে বিষয়টি তোলেন। বিষয়টি নিয়ে শুনানি দরকার বলে আর্জি জানান তিনি। অরবিন্দ কেজরিওয়াল সরকারের আর্জির প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানান, আবেদন যাতে তালিকাভুক্ত হয়, তা দেখা হবে।