Monday, March 17, 2025
বাড়িজাতীয়ঘোষিত ১৮৯ টির আসনের মধ্যে কমপক্ষে ১২৫ টি আসন জিতবে, দাবি ইয়েদুরপ্পার

ঘোষিত ১৮৯ টির আসনের মধ্যে কমপক্ষে ১২৫ টি আসন জিতবে, দাবি ইয়েদুরপ্পার

বেঙ্গালুরু, ১২ এপ্রিল(হি.স.) : দলের পক্ষ থেকে ঘোষিত ১৮৯ টির আসনের মধ্যে কমপক্ষে ১২৫ টি আসন জিতবে বিজেপি বলে দাবি করলেন ভারতীয় জনতা পার্টির নেতা তথা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরপ্পা। বিধানসভা নির্বাচনের পাশাপাশি বুধবার রাতের মধ্যে দ্বিতীয় তালিকা প্রকাশ করা হবে।

এদিন তিনি সাংবাদিকদের বলেন, “গতকাল ঘোষণা করা ১৮৯ টি আসনের মধ্যে ৫২জন নতুন মুখ। আমরা গতকাল যে ১৮৯টি আসন ঘোষণা করা হয়েছিল তার মধ্যে আমরা ন্যূনতম ১২৫ থেকে১৩০ টি আসন জিতব। আমরা এই ঘোষণায় খুশি। কর্ণাটকে সরকার আমরা গঠন করব। আমি মনে করি আজ রাতের মধ্যে প্রার্থীদের দ্বিতীয় তালিকা প্রকাশ করা হবে।”

কেএস ঈশ্বরাপ্পা নির্বাচনী রাজনীতি ছেড়ে দেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করা হলে, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, তিনি স্বেচ্ছায় দলের জাতীয় সভাপতি জেপি নড্ডাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার বিষয়ে চিঠি লিখেছেন। “ঈশ্বরপ্পা স্বেচ্ছায় দলের সভাপতিকে একটি চিঠি লিখেছিলেন, তিনি দলের জন্য কাজ করবেন এবং তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চান না। জগদীশ শেত্তার, কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ছয়বারের বিজেপি বিধায়ক, যার নাম গতকাল প্রকাশিত প্রার্থী তালিকায় ছিল না, ইয়েদিউরপ্পা বলেন, দ্বিতীয় তালিকায় তাঁর নাম থাকার সর্বাধিক সম্ভাবনা রয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য