Wednesday, March 19, 2025
বাড়িজাতীয়মহারাষ্ট্র: প্রবীণ সমাজকর্মী আন্না হাজারেকে হত্যার হুমকি, পুলিশ সতর্ক

মহারাষ্ট্র: প্রবীণ সমাজকর্মী আন্না হাজারেকে হত্যার হুমকি, পুলিশ সতর্ক

মুম্বই, ১২ এপ্রিল(হি.স.) : প্রবীণ সমাজকর্মী আন্না হাজারে এবার হত্যার হুমকি পেলেন। অভিযোগ জনৈক এক ব্যক্তি শুধু তাঁকে হত্যার হুমকি দেন নি, বরং হুমকি দেওয়া ব্যক্তি তারিখও ঘোষণা করেছেন।

তথ্যমতে, আহমেদনগর জেলার নিপানি বারগাঁওয়ের বাসিন্দা কৃষক সন্তোষ গাইধনে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রবীণ সমাজকর্মী আন্না হাজারেকে মেরে ফেলার হুমকি দিয়েছেন। এই হুমকির পর সতর্ক হয়ে গেছে আহমেদনগর পুলিশ। আন্না হাজারের সমর্থকরা হুমকিদাতা সন্তোষ গাইধনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার দাবি জানিয়েছেন।

সন্তোষ গাইধনের জমি আহমেদনগর জেলার শ্রীরামপুর তহসিলে অবস্থিত নিপানি বাদগাঁওয়ে। সন্তোষ গাইধনে বলেন, তার জমি দখলের জন্য গ্রামের প্রভাবশালীরা তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে। তাই তিনি (সন্তোষ) আন্না হাজারে সহ সংশ্লিষ্ট দফতর এবং পুলিশ আধিকারিকদের কাছে আবেদন করেছিলেন, কিন্তু এখনও পর্যন্ত তাঁর অভিযোগের বিষয়ে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এ কারণে তার পরিবারে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে।

গাইধনের মতে, তিনি রাষ্ট্রপতির কাছে গণআত্মহত্যার অনুমতি চেয়ে চিঠি লিখেছেন, কিন্তু এখনও পর্যন্ত কোনও উত্তর পাননি। এই কারণে তিনি রালেগড় সিদ্ধিতে গিয়ে ১ মে আন্না হাজারেকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছেন। সন্তোষ গাইধনের হুমকির পর আন্না হাজারের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য