Tuesday, March 18, 2025
বাড়িজাতীয়ভারতের পাঞ্জাবে সামরিক ছাউনিতে গুলিতে নিহত ৪

ভারতের পাঞ্জাবে সামরিক ছাউনিতে গুলিতে নিহত ৪

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১২ এপ্রিল: ভারতের পাঞ্জাবে একটি সামরিক ছাউনির ভেতরে গুলিবর্ষণের এক ঘটনায় চারজন নিহত হয়েছেন।বুধবার ভোররাতে রাজ্যটির বাথিন্ডা সামরিক স্টেশনে এ ঘটনার ঘটার পর এলাকাটি চারদিক থেকে ঘেরাও লোক চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনীর দক্ষিণপশ্চিমাঞ্চীয় কমান্ড জানিয়েছে, তাদের কুইক রেসপন্স টিমগুলো সেখানে তল্লাশি অভিযান পরিচালনা করছে।বিবৃতিতে তারা বলেছে, “ভোররাত প্রায় ৪টা ৩৫ মিনিটে বাথিন্ডা সামরিক স্টেশনের ভেতরে গুলির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। স্টেশনের কুইক রেসপন্স টিমগুলো মাঠে নেমেছে। এলাকাটি ঘেরাও করে বন্ধ করে দেওয়া হয়েছে।   “তল্লাশি অভিযান চলছে। চারজন নিহত হয়েছেন বলে খবর হয়েছে। আরও বিস্তারিত নিশ্চিত করা হচ্ছে।”ভারতীয় গণমাধ্যম এনডিটিভি তাদের পাওয়া তথ্যে জানিয়েছে, সেনা ছাউনিটির অফিসার্স মেসে গুলবর্ষণের ঘটনাটি ঘটেছে এবং যে চারজন নিহত হয়েছেন তারা সবাই ৮০ মিডিয়াম রেজিমেন্টের।বাথিন্ডা পুলিশের জ্যেষ্ঠ সুপার জিএস খুরানা এনডিটিভিকে জানিয়েছেন, সামরিক ছাউনিটির বাইরে পুলিশের একটি দল অপেক্ষা করছে, সেনাবাহিনী এখনও তাদের প্রবেশের অনুমতি দেয়নি।তারপর তিনি জানান, ঘটনাটিকে কোনো সন্ত্রাসী হামলা বলে মনে হচ্ছে না, এটি ‘অভ্যন্তরীণ ঘটনা’ হতে পারে।ক্যান্টনমেন্টটির চারটি গেইটের সবগুলো বন্ধ করে রাখা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য